বর্তমান ও ভবিষ্যতে মূল্য সমান হবে-
i. মেয়াদকাল শূন্য হলে
ii. সুদের হার শূন্য হলে
iii. বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা এক হলে
নিচের কোনটি সঠিক?
কার্যকর সুদের হার নামিক সুদের হার অপেক্ষা বেশি হয়, কারণ-
i. নির্দিষ্ট সময় পর পর সুদ গণনা করা হয়
ii. প্রাথমিক জমার ওপর সুদ গণনা করা হয়
iii. সুদাসলের ওপর সুদ গণনা করা হয়
জনাব রাফি অগ্রণী ব্যাংকে ২০,০০০ টাকা জমা রেখে ১০ বছর পর ৪০,০০০ টাকা উত্তোলন করেন। বিধি ৭২ অনুযায়ী উক্ত বিনিয়োগের ওপর তার অর্জিত সুদের হার কত?
প্রত্যেক সময়কালের শেষে নগদ প্রবাহ সংঘটিত হতে থাকলে তাকে বলে-
যে কোনো নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে কোনটির প্রয়োজন হয়?
অর্থের সময়মূল্য নির্ণয়ের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান হলো-
i. সুদের হার
ii. সময়
iii. অর্থের তারল্য
মি. জাওয়াদ ১০% সুদে ব্যাংকে ১০,০০০ টাকা ৫ বছরের জন্য জমা রাখেন। ৫ বছর পরে তিনি কত টাকা পাবেন?
সুদাসলের ওপর সুদ ধার্য করা হলে তাকে কী বলে?
যে বৃত্তিতে আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ নির্দিষ্ট সময়ের শুরুতে সংঘটিত হয় তাকে কোন ধরনের বৃত্তি বলে?
প্রতি বছর সমপরিমাণ টাকা জমা দেওয়া হলে বা গ্রহণ করা হলে তাকে কী বলা হয়?
ঋণ পরিশোধের জন্য প্রতি কিস্তিতে প্রদান করতে হয়-
i. সুদ
ii. আসল
iii. চার্জ
সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে কি বলে?
ভবিষ্যত মূল্যের চেয়ে মানুষ বর্তমান মূল্য বেশি পছন্দ করে। কারণ-
i. বর্তমান নিশ্চিত ভোগ
ii. হিসাবের সঠিক মূল্যায়ন
iii. ঝুঁকি হ্রাস
সরল সুদের ক্ষেত্রে কীভাবে সুদ গণনা করা হয়?
চক্রবৃদ্ধিকরণের বিপরীত পদ্ধতি কোনটি?
সুদ আসলের ওপর যে সুদ প্রদান করা হয় তাকে কী বলা হয়?
সুদের হারকে কী দ্বারা প্রকাশ করা হয়?
চক্রবৃদ্ধির সংখ্যা বেশি হলে নিচের কোন উক্তিটি সঠিক হবে?
স্বল্পমেয়াদি অর্থায়নের সুদের হার সাধারণত দীর্ঘমেয়াদি অর্থায়নের চেয়ে-
২/১০, নিট ৩০ এ শর্তের ক্ষেত্রে নগদ বাট্টার হার কত?