বাংলাদেশ ব্যাংকের মূল কাজ হলো-
i. নোট ও মুদ্রা প্রচলন
ii. বৈদেশিক মুদ্রা সংরক্ষণ
iii. সরকারকে পরামর্শ দান
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান-
i. বাংলাদেশ ব্যাংক
ii. ঢাকা স্টক এক্সচেঞ্জ
iii. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
আর্থিক বাজারের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান-
i. সাধারণ বিমা কোম্পানি
ii. ব্রোকারেজ হাউজ
পুঁজিবাজার সিকিউরিটিজ হলো-
i. শেয়ার
ii. বন্ড
iii. পুনঃক্রয় চুক্তি
শেয়ার বাজারের বৈশিষ্ট্য হলো-
i. এটি একটি প্রাথমিক বাজার
ii. এটি একটি মাধ্যমিক বাজার
iii. এটি একটি সংগঠিত বাজার
বাংলাদেশে স্টক এক্সচেঞ্জের নাম হলো-
i. ঢাকা স্টক এক্সচেঞ্জ
ii. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
iii. স্টক এক্সচেঞ্জ কমিশন
ক্ষুদ্রঋণ কর্তৃপক্ষ-এর কার্যক্রম হচ্ছে-
i. লাইসেন্সে প্রদত্ত শর্তাবলি অনুসরণ হচ্ছে কিনা তা তত্ত্বাবধান
ii. ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান-এর লাইসেন্স প্রদান
iii. পলিসিহোল্ডারদের একটি নির্দিষ্ট বিমা নীতিমালার আওতায় আনা
বৈদেশিক মুদ্রা বলা হয়-
i. ডলারকে
ii. দিনারকে
iii. পয়সাকে
সিকিউরিটি বলতে বুঝায়-
i. ডিবেঞ্চার
ii. স্টক
iii. বাংলাদেশ ব্যাংক
সরকারি বন্ড কিনে থাকে
i. বাণিজ্যিক ব্যাংক
ii. আর্থিক প্রতিষ্ঠান
iii. ব্যক্তি বিনিয়োগকারিগণ
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর সুবিধাভোগী পক্ষ হচ্ছে-
i. বিনিয়োগকারী
ii. সরকার
iii. দালাল
উদ্দীপকের ব্যবসায়ীর ব্যবসায়ের ঋণের ব্যয় (কালান্তিক) নির্ণয় কর।
মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কত একক?
ব্যবসায় ঋণের ব্যয় কত হবে?
কোনটি স্বত্বঃস্ফূর্ত অর্থায়নের উৎস নয়?
বাকিতে পণ্যসামগ্রী ক্রয় করলে কোন ধরনের ঋণের সৃষ্টি হয়?
কোন ধরনের ঋণের ক্ষেত্রে বন্ধকি পণ্যের দখল ঋণগ্রহীতার নিকট থাকে না?
অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসসমূহ হলো-
i. ঋণ রেখা
ii. ব্যবসায় ঋণ
iii. ক্রেতাদের নিকট থেকে অগ্রিম
জনাব আহসান একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসায়ের দৈনন্দিন কার্য পরিচালনার জন্য তার কিছু পুঁজির প্রয়োজন। কোন উৎস থেকে তার পুঁজি সংগ্রহ করা উচিত?
জামানতবিহীন অর্থসংস্থান নিচের কোনটি?