কর্মভার অন্তরায়-
i. কর্মদক্ষতার
ii. শারীরবৃত্তীয় পরিবর্তনের
iii. উৎপাদন বৃদ্ধির
নিচের কোনটি সঠিক?
পরস্পরবিরোধী দুই-এর অধিক প্রেষণা থেকে কীসের সৃষ্টি হয়?
মানসিক চাপ কমাতে আত্মসম্মান ও মনোবল তৈরিতে সাহায্য করে কোনটি?
কোন কৌশলের মাধ্যমে ব্যক্তি তার অহমবোধকে অক্ষুণ্ণ রাখে?
বাংলাদেশের ক্রিকেট দলের খেলায় বিজয়ী হওয়ায় নিজের বিজয় মনে করা। এটিকে কী বলে?
প্রথম আত্মরক্ষামূলক কৌশলের কথা কে বলেছেন?
আমিন পড়াশোনায় ভালো না, কিন্তু সে ফুটবল ও ক্রিকেট খেলায় পারদর্শিতা দেখিয়ে নিজের নৈপুণ্য প্রদর্শন করে। আমিন আত্মরক্ষার কোন কৌশলটি প্রয়োগ করেছেন?
ধনাত্মক ও ঋণাত্মক লক্ষ্যবস্তু থাকে কোন দ্বন্দ্বের?
দুটি পরস্পরবিরোধী ইচ্ছাকে একসাথে তৃপ্তি দেওয়া সম্ভব হয় না। ফলে ব্যক্তির মধ্যে কোনটি দেখা দেয়?
আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বে থাকে-
i. দুটি ধনাত্মক লক্ষ্যবস্তু
ii. দুটি ঋণাত্মক লক্ষ্যবস্তু
iii. দুটি লক্ষ্যবস্তুই সমান আকর্ষণীয়
চাহিদা ও প্রেষণা বাধাগ্রস্ত হলে কী সৃষ্টি হয়?
সাদেক বর্তমানে খুব অর্থসংকটে আছে। একসময় তার অনেক টাকা- পয়সা ছিল, কিন্তু এখন নেই। আর্থিক সংকটের এই মানসিক দুরবস্থা থেকে মুক্তির জন্য সে অতীতের যে সম্পদের মালিক ছিল এটা স্মৃতিচারণ করে। এখানে তিনি আত্মরক্ষার কোন কৌশল প্রয়োগ করেছেন?
বিপর্যস্তমূলক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য জীবনে পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়াকে বলে-
i. প্রত্যাবৃত্তি
ii. পশ্চাদগমন
iii. প্রতিক্ষেপণ
উদ্গতি কী ধরনের প্রক্রিয়া?
অবদমিত ইচ্ছাকে অস্বীকার করার জন্য ব্যক্তি 'যে প্রত্যাশিত আচরণের বিপরীত আচরণটি সম্পন্ন করে তাকে কী বলে?
অগ্রহণযোগ্য কামনা-বাসনাকে ব্যক্তি জোরপূর্বক ভুলে থাকা বা দাবিয়ে রাখার কাজটিকে কী বলে?
এরশাদের রাজনৈতিক জনপ্রিয়তা কমে গেছে। তাই সে তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য সাহিত্য রচনা করে খ্যাতি অর্জন করতে চেষ্টা করে। এরশাদ আত্মরক্ষামূলক কৌশল হিসেবে কোনটি প্রয়োগ করেছেন?
কর্ম বিরতির ফলে যে সময় ব্যয় হয় তাতে উৎপাদনের পরিমাণ কী হয়?
কর্মভারের দৈহিক লক্ষণ-
i. তৃষ্ণা অনুভব করা
ii. শরীর অবশ লাগা
iii. আগ্রহ হ্রাস পাওয়া