আগ্রাসনের কোন উৎস অস্বস্তিকর অবস্থায় ব্যক্তির মধ্যে অন্যকে আঘাত করার স্পৃহা জাগিয়ে তোলে?
কোনটি প্রায়শ ব্যক্তিকে কোনো না কোনো আক্রমণাত্মক আচরণের দিকে ধাবিত করে?
আগ্রাসন যে ধরনের আচরণ-
i. মনো-সামাজিক
ii. প্রেষিত
iii. উদ্দেশ্যমূলক
নিচের কোনটি সঠিক?
আগ্রাসনকে সন্ত্রাস বলে যখন আগ্রাসন-
i. ধ্বংসের রূপ নেয়
ii. জনমনে আতঙ্ক সৃষ্টি করে
iii. ব্ল্যাকমেইল করে
অবহিতি কাঠামোর উপাদানসমূহের মধ্যে সামঞ্জস্যহীনতা কয়টি উপায়ে হ্রাস করা যায়?
"স্নায়ুতন্ত্র তথা মস্তিষ্কের উদ্দীপনার সাথে আগ্রাসী আচরণ সম্পর্কযুক্ত”-এটা কে উল্লেখ করেন?
সিরিয়ার আইএস তাদের শত্রু যুক্তরাষ্ট্রের সৈন্যদের নিধন করার জন্য তাদের দলের সদস্যদের পুরস্কৃত করে, যা আগ্রাসন মনোভাবকে উৎসাহ দেয়। এটা আগ্রাসনের কোন কারণ?
ভাড়াটে খুনিরা অর্থ উপার্জনের জন্য খুন করে- এমন ধরনের আগ্রাসনের কারণ কোনটি?
আগ্রাসনের মধ্যে লক্ষণীয় বিষয়-
i. অন্যকে হেয় করা
ii. অন্যের ক্ষতি করা
iii. অন্যের ওপর আধিপত্য বজায় রাখা
সন্ত্রাস হলো-
i. সামাজিক মান ও বিধি ভঙ্গ
ii. প্রচলিত আইনের প্রতি অশ্রদ্ধা
iii. জনমনে আতঙ্ক সৃষ্টি
আগ্রাসন হচ্ছে-
i. জন্মগত প্রবৃত্তি
ii. সামাজিক প্রবৃত্তি
iii. সহজাত প্রবৃত্তি
আগ্রাসী ব্যক্তির বিশেষ প্রকৃতি-
i. সামাজিক বিধি ভঙ্গ করা
ii. মানবাধিকারের প্রতি অবজ্ঞা করা
iii. পিতামাতার অবাধ্য হওয়া
আগ্রাসনের উপাদান হিসেবে যে বিষয়গুলো দায়ী-
i. উত্তাপ
ii. ঘনবসতি
iii. আঘাত
আগ্রাসন হলো এক ধরনের-