লিকার্ট মানকে ইতিবাচক উক্তিতে 'সম্পূর্ণ একমত' হলে কত নম্বর দেওয়া হয়?
লিকার্ট মানকে পাঁচ মাত্রার স্কেলের যেকোনো একটিতে যাচাই করতে কোন চিহ্ন ব্যবহার করা হয়?
মনোভাব পরিমাপে লিকার্ট পদ্ধতিতে ব্যবহার করা হয়-
i. আন্তর্জাতিকতা পরিমাপ
ii. সাম্রাজ্যবাদ পরিমাপ
iii. পুঁজিবাদ পরিমাপ
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি বিভিন্ন জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে?
নিগ্রো মানেই উচ্ছৃঙ্খল জাতি। এতে কী প্রকাশ পায়?
আমেরিকানদের সাথে সামাজিক দূরত্ব বেশি কোন কোন জাতির?
মনোভাব পরিবর্তন নিয়ে গবেষণা করেন-
i. হভল্যান্ড
ii. নিউকোম্ব
iii. হাইডার
আমাদের দেশে কোন শ্রেণির মানুষকে অস্পৃশ্য বিবেচনা করা হয়?
জাপানিরা পরিশ্রমী, ইহুদিরা কৃপণ, বাঙালিরা বুদ্ধিমান প্রভৃতি কী নির্দেশ করে?
নিতাই একজন স্কুলশিক্ষক। তিনি যখন বাড়িতে আসেন তখন তার সন্তানদের পিতা আবার যখন সমবয়সিদের সাথে আড্ডায় মেতে ওঠে তখন বন্ধুত্বপূর্ণ আচরণ করে। এটা কোন শিক্ষণের উদাহরণ?
এক্ষেত্রে মুন্নি সাধারণভাবে কী কী আইনি সহায়তা নিতে পারে-
i. ভ্রাম্যমাণ আদালত
ii. ক্রিমিনাল আদালত
iii. পুলিশি সহায়তা
কোনটি উন্নত দেশের সন্ত্রাসী কার্যকলাপ?
গুপ্তচরবৃত্তি, ব্যাংক ডাকাতি, ফর্মুলা চুরি, ব্ল্যাকমেইলিং প্রভৃতি কোন দেশের সন্ত্রাসের ধরন?
আগ্রাসনের কারণ হিসেবে শরীরতত্ত্ববিদগণ কোনটিকে দায়ী করেছেন?
আগ্রাসন হলো এক ধরনের-
ভাড়াটে খুনিরা অর্থ উপার্জনের জন্য খুন করে- এমন ধরনের আগ্রাসনের কারণ কোনটি?
আগ্রাসন হচ্ছে-
i. জন্মগত প্রবৃত্তি
ii. সামাজিক প্রবৃত্তি
iii. সহজাত প্রবৃত্তি
উন্নত দেশে সন্ত্রাসের ধরন-
i. মাদকদ্রব্যের চোরাচালান নিয়ন্ত্রণ
ii. কূটনৈতিক অপহরণ
iii. রাজনৈতিক স্বার্থে খুন
আন্তঃব্যক্তিক আকর্ষণের ক্ষেত্রে আমরা সবসময়ই আগ্রহান্বিত হই-
i. আকর্ষণীয় মুখশ্রীর প্রতি
ii. সুন্দর বাচনভঙ্গির প্রতি
iii. অনুকূল দৈহিক গড়নের প্রতি
কোন শিক্ষণের মাধ্যমে ব্যক্তির মরণ প্রবৃত্তিকে জীবনমুখী প্রবৃত্তিতে রূপায়িত করা সম্ভব?