চক্ষু, কর্ণ এবং ত্বক থেকে আগত তথ্য কীসের মধ্য দিয়ে যায়?
আমাদের দেহের স্বয়ংক্রিয় যন্ত্রমণ্ডলীর কার্যের নিয়ন্ত্রক কোনটি?
ফুসফুস, হৃৎপিণ্ড প্রভৃতির ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোনটি?
আবেগ, প্রেষণা ও স্মৃতি নিয়ন্ত্রণ করে কোনটি?
সংযোগ অঞ্চলকে কোন এলাকা বলা হয়?
হিপোক্যাম্পাস কোন শব্দ?
এমিগডালা দেখতে কেমন?
কোথায় গুরুমস্তিষ্কের সন্নিকর্ষ ঘটে?
গুরুমস্তিষ্কের প্রতিভূ কোনটি?
মস্তিষ্ক আবরণ কোন পদার্থ দিয়ে তৈরি?
ডান গোলার্ধ ও বাম গোলার্ধ দুটি কোন ধরনের তন্তুর ঘন ব্যান্ড দ্বারা সংযুক্ত?
করপাস ক্যালোেসামের ব্যাস কত?
করপাস ক্যালোসাম নামক তন্তুর দৈর্ঘ্য কত?
গুরু মস্তিষ্কের ভাঁজকৃত বাইরের স্তরটির নাম কী?
রডিজার এর মতে, মস্তিষ্কের আবরণের পুরুত্ব এক ইঞ্চির কত ভাগ?
রডিজার ও তাঁর সহযোগীর মতে, মস্তিষ্ক আবরণের আয়তন কত?
মস্তিষ্কের ভাঁজকৃত আবরণের বড় খাঁজকে কী বলা হয়?
মস্তিষ্কের কোন অংশকে প্রাণকেন্দ্র বলে?
গুরুমস্তিষ্কের কাজগুলো হলো-
i. শিখন, চিন্তন ও স্মৃতি
ii. শ্রবণ, দর্শন ও স্পর্শ
iii. পেশির সংকোচন, সম্প্রসারণ ও বক্রকরণ
নিচের কোনটি সঠিক?