আবেগ, প্রেষণা ও স্মৃতি নিয়ন্ত্রণ করে কোনটি?
যে সংলক্ষণগুলোর মাধ্যমে ব্যক্তি বিশেষভাবে পরিচিত হন এবং যেটিকে বিশেষ বৈশিষ্ট্যও বলা হয়, সেটি কী?
কোন পরিস্থিতি ভালোভাবে মোকাবিলা করলে শিশুরা কাজটি ভালোভাবে করেছে তা বুঝতে পারে, যখন-
i. প্রশংসা পায়
ii. আদর পায়
iii. পুরস্কার পায়
নিচের কোনটি সঠিক?
শিশু সংশোধনাগার, আবাসিক স্কুল, এতিমখানায় পালিত শিশুদের কোন সমস্যা দেখা দেয়?
বি. এফ. স্কিনারের করণ সাপেক্ষণ নীতি মনোবিজ্ঞানের সকল ক্ষেত্রে-
i. প্রভাব বিস্তার করে
ii. ব্যক্তিত্বের ব্যাখ্যায় প্রয়োগ হয়
iii. ব্যক্তিত্বের কাঠামোর সাথে সম্পর্কিত
মেরুরজ্জু যে প্রধান কাজ সম্পন্ন করে সেগুলো হলো-
i. পরিবহণ
ii. সংযোগ স্থাপন
iii. প্রতিবর্তী ক্রিয়া