যে সংলক্ষণগুলোর মাধ্যমে ব্যক্তি বিশেষভাবে পরিচিত হন এবং যেটিকে বিশেষ বৈশিষ্ট্যও বলা হয়, সেটি কী?
কোন সময়ে শিশুর মধ্যে অভিযোজন ক্ষমতা বিকাশ লাভ করে?
যে কল্পিত মানসিক কাঠামোতে অচেতন তাড়নাসমূহ অবস্থান করে- ফ্রয়েড তার কী নাম দিয়েছেন?
কর্মভারের মানসিক লক্ষণ-
i. আগ্রহ হ্রাস পাওয়া
ii. খেয়াল না থাকা
iii. ভুলের পরিমাণ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
স্ট্যানফোর্ড-বিনে অভীক্ষার ৪র্থ সংস্করণের ৪-এর দ্বিতীয় পর্যায়ে রয়েছে-
i. বাচনিক বিচার
ii. পরিমাণবাচক বিচার
iii. স্বল্পস্থায়ী স্মৃতি
প্রত্যেক সমাজে ব্যক্তিকে কতগুলো অনুমোদিত রীতিনীতি মেনে চলতে হয়। সমাজের এ সকল নিয়মনীতিকে বলে-