পর্বতবেষ্টিত মালভূমি সৃষ্টি হয় কেন?
পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত?
হিমালয় কোন ধরনের পর্বত?
হিমালয় পর্বত সৃষ্টির প্রধান কারণ নয় কোনটি?
হিমালয়, রকি ও আল্পস কোন ধরনের পর্বত ?
কোন পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয়?
ভারতের দাক্ষিণাত্য মালভূমি কীসের দ্বারা গঠিত?
সমভূমিতে এবং মোহনার কাছে নদীর পলল বহন করার ক্ষমতা কম হয় কেন?
পৃথিবীর দীর্ঘ ও উচ্চতম পর্বত কোনটি—
পর্বত মধ্যবর্তী পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম মালভূমি কোনটি?
সাহারা মরুভূমির চাঁদ সমভূমি কোন ধরনের সমভূমি?
ইউরোপের উত্তর-পশ্চিমে কোন ধরনের সমভূমি দেখা যায় ?
কিলিমানজারো পর্বতের শীর্ষদেশ বরফাবৃত কেন?
ইতালির ভিসুভিয়াস ও কেনিয়ার কিলিমানজারো কোন শ্রেণির পর্বত ?
কলোরাডো' মালভূমি কোথায় অবস্থিত?
চ্যুতিস্তূপ পর্বত হচ্ছে—
i. খাড়া ঢালবিশিষ্ট
ii. নরম শিলায় গঠিত
iii. সুস্পষ্ট শৃঙ্গ থাকে না
নিচের কোনটি সঠিক?
আগ্নেয় পর্বতের বৈশিষ্ট হলো—
i. এ পর্বতের আকৃতি মোচার মত
ii. এ পর্বতের স্তর ও জীবাশ্ম থাকে
iii. লাভা সঞ্চিত হয়ে এ পর্বত গঠিত হয়
সমভূমি গঠিত হয়—
i. পলল সঞ্চয়ের মাধ্যমে
ii. হিমবাহ তাড়িত হয়ে
iii. পাহাড় ক্ষয় হয়ে
মালভূমির বৈশিষ্ট্য - -
i. বিস্তীর্ণ উচ্চভূমি
ii. উপরিভাগ প্রায় সমতল
iii. খাড়াভাবে নিচের দিকে বিস্তৃত