অশ্মমণ্ডল কোন দুইটি স্তরে বিভক্ত?
মেফিক স্তরের অবস্থান রয়েছে—
i. সমুদ্র তলদেশে
ii. গ্রানাইট শিলাস্তরে
iii. ব্যাসল্ট শিলাস্তরে
নিচের কোনটি সঠিক?
গুরুমণ্ডলের গঠনকারী খনিজগুলো হলো—
i. লোহা ii. ম্যাগনেশিয়াম
iii. অ্যালুমিনিয়াম নিচের কোনটি সঠিক?
'A' ও 'B' মণ্ডলের সংযোগস্থলকে মোহোবিযুক্তি রেখা বলা হয় । উক্ত মণ্ডলের সাথে যে মণ্ডলের মিল রয়েছে-
i. অশ্মমণ্ডল
ii. গুরুমণ্ডল
iii. কেন্দ্রমণ্ডল
গুরুমণ্ডল গঠনকারী উপাদানগুলোর মধ্যে রয়েছে –
i. সিলিকন
ii. অ্যালুমিনিয়াম
iii. ম্যাগনেশিয়াম
অশ্মমণ্ডলে দেখা যায় –
i. সিলিকন, অ্যালুমিনিয়াম
ii. সিলিকন, ম্যাগনেসিয়াম
iii. নিকেল, ফেরাম
পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও উপাদান সম্পর্কে জানা যায় যা থেকে
i. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
ii. বায়ুমণ্ডলের চৌম্বকত্ব
iii. ভূমিকম্প তরঙ্গ
পৃথিবীর উপরিভাগে একটি কঠিন পাতলা আবরণের সৃষ্টি হয়েছে -
i. তাপ বিকিরণের ফলে
ii. জমাট বেঁধে
iii. উপরিভাগের চাপে
মহাদেশীয় ভূত্বক গঠনকারী শিলাস্তর- -
i. ফেলসিক
ii. মোহোবিচ্ছেদ
iii. মেফিক
ফেলসিক স্তরের গঠন উপাদান – ¬
i. ম্যাগনেসিয়াম
ii. সিলিকন
iii. অ্যালুমিনিয়াম
মেফিক স্তরের অবস্থান রয়েছে --
ii. মহাদেশের গ্রানাইট স্তরের নিচে
iii. পার্বত্য ভূমিরূপের নিচে
কেন্দ্রমণ্ডলের বাহিরের উপাদানগুলো স্থিতিস্থাপক ও চটচটে অবস্থায় রয়েছে
i. তাপের প্রভাবে
ii. চাপের প্রভাবে
iii. গঠনগত কারণে
জীবমণ্ডলের উপাদান হলো—
i. অশ্মমণ্ডল ও বায়ুমণ্ডল
ii. বায়ুমণ্ডল ও বারিমণ্ডল
iii. অশ্মমণ্ডল ও জীবজগৎ
পৃথিবীর উপরিভাগে একটি কঠিন পাতলা আবরণের সৃষ্টি হয়
i. তাপ বিকিরণ করে তরল হয়ে
ii. পরে জমাট বেঁধে
iii. উপরিভাগের চাপ
পৃথিবীর উপরের কঠিন ও পাতলা শিলাস্তরকে বলে -
i. বারিমণ্ডল
ii. উষ্ণমণ্ডল
iii. অশ্মমণ্ডল
পর্বতের সর্বনিম্ন উচ্চতা কত মিটার?
হাওয়াই দ্বীপের মনালোয়া কোন ধরনের পর্বত?
হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক?
ইন্দোনেশিয়ার জাভা মালভূমি কোন শ্রেণির?
প্রশস্ত ও বিস্তীর্ণ সমতল ভূভাগকে কী বলে?