পৃথিবীর গড় তাপমাত্রা কত?
সিমা (Sima) স্তরটিতে যে শিলার প্রাধান্য দেখা যায়—
অশ্মমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে কী বলে?
মোহো বিযুক্তিতলের আবিষ্কারক কে ?
মোহোবিযুক্তিতলকে ভূত্বকের সীমা বলে মেনে নেওয়া হয় কত সালে?
মোহোবিযুক্ত কত সালে আবিষ্কার করা হয়?
ভূত্বক এবং কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী স্থানে অবস্থিত স্তরটির নাম কী?
মহাদেশগুলো প্রধানত কোন জাতীয় শিলায় গঠিত?
পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত?
ভূগর্ভে যে রেখা বরাবর ভূমিকম্পের তরঙ্গের গতি পরিবর্তিত হয়, তাকে কী বলা হয়?
ভূত্বক কোন দুটি স্তরে বিভক্ত?
কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কী কী?
কেন্দ্রমণ্ডলের, পুরুত্ব বা ব্যাসার্ধ কত কি. মি.?
নিরক্ষরেখায় পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার ধরা হয়?
বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে কোন তথ্যটি নির্ভরযোগ্য মনে করেন?
ভূঅভ্যন্তরের কোন স্তর থেকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে?
গুরুমণ্ডলের পদার্থগুলো পানি অপেক্ষা কতগুণ ভারী?
ক্রোফেসিমা কোন মণ্ডলে অবস্থিত?
গড়ে প্রতি ১° অক্ষাংশে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়?
কেন্দ্রমণ্ডলটি উত্তপ্ত হলেও চাপের প্রভাবে এ স্তরের উপাদানগুলো কী অবস্থায় রয়েছে?