বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস?
কোন গ্যাসটি রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না?
বায়ুমণ্ডলে আয়তনের দিক দিয়ে ২য় স্থানে রয়েছে কোন গ্যাস?
বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে চলেছে- -
i. অতিমাত্রায় কাঠ পোড়ানোর জন্য
ii. জীবাশ্ম জ্বালানির ব্যবহারের জন্য
iii. বন উজাড়ের কারণে
নিচের কোনটি সঠিক?
উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর কোনটি?
মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো কোন স্তরে এসে ভস্মীভূত হয়?
উচ্চতা বৃদ্ধির সাথে সাথে দ্রুত হারে উষ্ণতা বৃদ্ধি পায় কোন স্তরের ওপর থেকে?
বায়ু স্থির থাকে কোন অংশে?
বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর কোনটি?
বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, বৃষ্টি, ঝড় ও বজ্রবিদ্যুৎ ঘটে?
আয়োনোস্ফিয়ার শোষণ করে—
i. আলফা রশ্মি
ii. গামা রশ্মি
iii. এক্সরে রশ্মি
এরোসল থেকে কোনটি নির্গত হয়?
কোনটি বায়ু দূষক?
ইগজস্ট গ্যাসে থাকে-
i. ক্যালসিয়াম ii. হাইড্রোজেন ক্লোরাইড
iii. হাইড্রোজেন সালফাইড
কোন গ্যাসের প্রভাবে উদ্ভিদের সালোকসংশ্লেষণ বাধাগ্রস্ত হয়?
বাংলাদেশে বায়ু দূষণের প্রধান উৎস - -
i. যানবাহনের ধোঁয়া
ii. অপরিকল্পিত নগরায়ন
iii. ইটভাটার ধোঁয়া
Y' এর মাত্রা বেড়ে গেলে বায়ু দূষিত হয়। এর যথার্থ কারণ -
i. কার্বন ডাইঅক্সাইড উত্তপ্ত গ্যাস
ii. কার্বন ডাইঅক্সাইড তাপ শোষণ করে
iii. পরিবেশে বেশি প্রভাব ফেলে
দিপু কোন দূষক থেকে দূষণের শিকার হলো ?
কোনটি আবহাওয়ার উপাদান নয়?
ঢাকার চেয়েও দার্জিলিং এর আবহাওয়া আরামদায়ক কারণ কী?