ভূপৃষ্ঠের প্লেটের গতির কারণ হিসেবে কয়টি বিষয়কে সম্পৃক্ত করা হয়?
পৃথিবীর আকস্মিক পরিবর্তনের অন্যতম প্রধান কারণ কী?
ভূপৃষ্ঠে কয়েক সেকেন্ড স্থায়ী আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে কী বলে?
চার্লস রিখটার প্রথম ভূমিকম্প পরিমাপ করেন কত সালে?
ভূমিকম্পের শক্তি পরিমাপক স্কেলের নাম কী?
ভূমিকম্প মাপক যন্ত্রের নাম কী?
হাওয়াই' দ্বীপের উৎপত্তি হয় কীভাবে?
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় নির্গত পদার্থগুলো হলো-
i. লাভা
ii. পাথর খণ্ড
iii. বাষ্প
নিচের কোনটি সঠিক?
সুনামির ফলে খোলা সমুদ্রে ঢেউয়ের উচ্চতা কত ফুট হতে পারে?
পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কাজ কীভাবে ঘটে?
পার্বত্য অবস্থায় নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়?
একটি আদর্শ নদীর গতিপথ কয়টি?
বাংলাদেশের রংপুর ও দিনাজপুরে কোন ধরনের সমভূমি দেখা যায় ?
নদীর নিম্নগতিতে দেখা যায়—
i. ব-দ্বীপ
ii. জলপ্রপাত
iii. অশ্বক্ষুরাকৃতি হ্রদ
বাংলাদেশের প্রেক্ষাপটে নদীশাসন বলতে যেসব বাঁধ দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য কোনটি?
পদ্মার শাখানদী কোনটি?
পদ্মা নদীর উৎপত্তি কোথায়?
উদ্দীপকের অবস্থার ফলে ভূত্বকে সৃষ্টি হতে পারে—
i. ফাটল
ii. চ্যুতি
iii. সমভূমি
চট্টগ্রামে সংঘটিত ঘটনাটি হলো?
উদ্দীপকের ভূমিরূপটির বৈশিষ্ট্য—
i. প্রাথমিক পর্যায়ে সৃষ্ট
ii. সঞ্চয়ের ফলে সৃষ্ট
iii. কঠিন হতে, কোমল শিলাস্তরে প্রবাহিত