কোন অভিক্ষেপের শীর্ষদেশীয় তলটি মেরুদেশ ও নিরক্ষরেখা ছাড়া অন্য যে কোনো স্থানে স্পর্শকরূপে অবস্থান করে?
পৃথিবীর কোনো স্থানের অবস্থান কীসের মাধ্যমে নির্ণয় করা হয়?
অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলো সরলরেখা দ্বারা প্রকাশ করা হয় কোন অভিক্ষেপে?
সমুদ্রপথে জাহাজ চলাচলের জন্য কোন অভিক্ষেপটি অধিক ব্যবহৃত হয়?
সাধারণত ৫০০ থেকে ৯০° অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলের মানচিত্র অঙ্কনে কোন অভিক্ষেপ শ্রেয়?
ভূগোলকে সুস্পষ্টরূপে নির্দেশিত থাকে—
i. অক্ষরেখা
ii. দ্রাঘিমারেখা
iii. মূলমধ্যরেখা
নিচের কোনটি সঠিক?
প্রকৃত বেলন অভিক্ষেপের অক্ষ ও দ্রাঘিমারেখাগুলো -
i. সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়
ii. পরস্পর সমকোণে ছেদ করে
iii. সমান ব্যবধানে অবস্থিত
কোন অভিক্ষেপে অক্ষ ও দ্রাঘিমারেখাগুলো পরস্পর সমকোণে ছেদ করে জালের ন্যায় কতগুলো সমান বর্গক্ষেত্রের সমষ্টিতে পরিণত হয়?
ক্ষুদ্রাকৃতির দেশ অঙ্কনে উপযোগী অভিক্ষেপ কোনটি?
পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত ইঞ্চি?
কোন অভিক্ষেপে দ্রাঘিমারেখাগুলো সর্বদা সমান এবং একটি কেন্দ্র থেকে বিচ্ছুরিত?
সমদূরবর্তী শীর্ষদেশীয় অভিক্ষেপ কোনটি?
শাঙ্কব অভিক্ষেপে কোন স্থানের মানচিত্র নির্ভুল?
কোন অভিক্ষেপে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত?
উক্ত অভিক্ষেপটি দ্বারা মানচিত্র অঙ্কন উপযুক্ত হবে-
i. নেদারল্যান্ডের
ii. যুক্তরাজ্যের
iii. নিউজিল্যান্ডের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালুকৃত ল্যাবটির নাম কী?
উক্ত ল্যাবে পরিচালিত গবেষণা কার্যক্রমের আওতায় রয়েছে—
i. ট্রাফিক নিয়ন্ত্রণ
ii. কৃষি ও বনায়ন
iii. আর্থ-সামাজিক উন্নয়ন
FAP-19 প্রকল্পে কোন প্রতিষ্ঠান উদ্দীপকের প্রযুক্তিটি ব্যবহার করে?
বাংলাদেশে উত্ত প্রযুক্তির বিস্তারে ধীরগতির কারণ-
i হার্ডওয়্যার স্থাপনে উচ্চ ব্যয়
ii. বিশেষজ্ঞের অভাব
iii. সদিচ্ছার অভাব
উদ্দীপকে উল্লেখিত বস্তুটি কী?