অ্যাডড্রিন ডাক আকরিক লৌহ কেন্দ্র যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত?
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পূর্বাংশে অবস্থিত আকরিক লৌহ কেন্দ্রের নাম কী?
চাপ, তাপ ও দীর্ঘ সময়ের ব্যবধানে কোন কয়লা গ্রাফাইটে পরিণত হয়?
ভূগর্ভস্থ শিলাস্তর থেকে প্রাপ্ত তেলকে কী বলে?
কোন খনিজকে জ্বালানি ও শক্তি সম্পদ হিসেবে ব্যবহার করা যায় না?
ভূগর্ভের শিলাস্তর থেকে উত্তোলনকৃত তেলকে কী বলে?
ওপেক (OPEC) কত সালে গঠিত হয়?
বিশ্বের খনিজ তেল উত্তোলনকারী দেশসমূহকে কয়টি বলয়ে ভাগ করা হয়?
সৌদি আরব, ইরান, ইরাক ইত্যাদি দেশগুলো কোন খনিজ তেল বলয়ে অবস্থিত?
পৃথিবীর মোট উৎপাদনের শতকরা ২৫ ভাগ খনিজ তেল কোন বলয় উত্তোলন করে?
ইরাকের প্রধান প্রধান তেলের খনিগুলো কোন অঞ্চলে অবস্থিত?
খুররম শাহ ও বসরা কোন দেশের খনিজ তেল উত্তোলনকারী অঞ্চল?
আমশরিফ, জাকুন, ফতেহ্, আলবুন্দগ তেল খনিগুলো কোন দেশের?
কুয়েতের প্রধান তেলের খনি কোনটি?
রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলখনি কোনটি?
রাশিয়ার ইউরাল ও ভলগা তেলক্ষেত্রকে কী বলে?
কোন দেশে বিভিন্ন দ্বীপের চারপাশে ভাসমান ও নিমজ্জমান জাহাজের মাধ্যমে খনিজ তেল উত্তোলন করা হয়?
খনিজ তেল উত্তোলনে যুক্তরাষ্ট্র কোন অবস্থানে রয়েছে?
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি খনিজ তেল উত্তোলিত হয় কোন অঞ্চলে?
খনিজ তেল উত্তোলনে চীন বিশ্বে কততম ?