চীনের তেল খনিগুলো প্রধানত কোন অঞ্চলে অবস্থিত?
সিরিনাইকার জেলটেন কোন দেশের তেলখনি?
মিথেন, ইথেন, বিউটেন, প্রোপেন প্রভৃতি উদ্বায়ী হাইড্রোকার্বনের মিশ্রণকে কী বলে?
শীতপ্রধান দেশে ঘর গরম রাখার জন্য কোন খনিজ ব্যবহৃত হয়?
প্রাকৃতিক গ্যাস উৎপাদনে যুক্তরাষ্ট্রের অবস্থান কততম?
যুক্তরাজ্য কোন দেশ থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করে?
জেবেল দুখান ও ইমদ-আল-শারখী প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র কোন দেশে অবস্থিত?
নাইজেরিয়ার নাইজার নদীর বদ্বীপ অঞ্চলে কোন খনিজ পাওয়া যায়?
উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ হতে সৃষ্ট খনিজ কোনটি?
কোনটি নিকৃষ্ট শ্রেণির কয়লা?
বিটুমিনাস কয়লা কী ধরনের হয়ে থাকে?
কোন কয়লার তাপ প্রদায়ী ক্ষমতা অত্যন্ত বেশি ?
প্রায় ৯০ ভাগ কার্বন থাকে কোন কয়লাতে?
যুক্তরাষ্ট্রের অ্যাপালেশিয়ান কয়লা খনি দেশটির কোন দিকে অবস্থিত?
অ্যাপালেশিয়ান কয়লা খনি কী ধরনের কয়লা সরবরাহ করে?
যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ছোট ছোট কয়লা খনি আছে?
রাশিয়ার কোথায় উচ্চমানের লিগনাইট কয়লা পাওয়া যায়?
রাশিয়ার এশীয় অংশের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনির নাম কী?
যুক্তরাষ্ট্রের রেড মাউন্টেন অঞ্চলের আকরিক কোন ধরনের?
পৃথিবীর মোট তেলের কত শতাংশ মধ্যপ্রাচ্যে সঞ্চিত রয়েছে?