সে সমস্ত দ্রব্যকে সম্পদ বলা হয়, সেগুলোর -
i. উপযোগ আছে
ii. জোগান সীমাবদ্ধ
iii. বাহ্যিক রূপ আছে
নিচের কোনটি সঠিক?
জৈব পদার্থ ভূগর্ভে চাপা পড়ে সৃষ্ট জীবাশ্ম জ্বালানি –
i. করলা
ii. প্রাকৃতিক গ্যাস
iii. খনিজ তেল
অনবায়নযোগ্য শক্তির উৎস -
i. পারমাণবিক শক্তি
ii. জীবাশ্ম এনার্জি
iii. বৃষ্টি ও তুষারপাত
জ্বালানি খনিজ হলো-
i. প্রাকৃতিক গ্যাস
ii. খনিজ তেল
iii. আকরিক লৌহ
খনিজ পদার্থ গঠিত হয় যেভাবে—
i. দুইটি মৌলিক পদার্থের সমন্বয়ে
ii. দুইটি যৌগিক পদার্থের সমন্বয়ে
iii. দুইয়ের অধিক পদার্থের সমন্বয়ে
খনিজবহির্ভূত শক্তি সম্পদ হলো—
i, পানিবিদ্যুৎ
ii. সৌরবিদ্যুৎ
iii. বার্জ মাউন্টেড বিদ্যুৎ
বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস মজুদ আছে কোন দেশে ?
পেন্সিলের সিস বানাতে কোন খনিজটি ব্যবহৃত হয়?
আধুনিক যন্ত্রসভ্যতার ভিত্তি কোনটি?
বর্তমানে আকরিক লৌহ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি?
বিশ্বের জ্বালানি শক্তির প্রধান উৎস কোনটি?
সকল প্রকার লৌহ আকরিকের মধ্যে হেমাটাইট সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কেন?
অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কী?
আকরিকে সর্বনিম্ন শতকরা কত ভাগ লৌহ থাকলে তা উত্তোলন করা লাভজনক?
কোনটি লৌহ সংকর ধাতু?
আকরিক লৌহ কোন শিল্পে ব্যবহৃত হয়?
কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক থাকে?
রক্তবর্ণবিশিষ্ট আকরিক লোহা কোনটি?
সর্বাপেক্ষা নিকৃষ্ট শ্রেণির আকরিক লৌহ কোনটি?