অর্থনৈতিক ও ব্যবসায়িক তথ্য বিশ্লেষণে সবচেয়ে ব্যবহৃত মডেল কোনটি?
নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. সময়ের সাথে কালীন সারির তথ্যমানের পরিবর্তন হয়
ii. কালীন সারিতে স্বাধীন চলক হলো সময়
iii. কালীন সারির উপাদান চারটি
নিচের কোনটি সঠিক?
কালীন সারির সাধারণ ধারা নির্ণয়ের পদ্ধতি-
i. আধা-গড় পদ্ধতি
ii. চলিষ্ণু গড় পদ্ধতি
iii. গাণিতিক গড় পদ্ধতি
দুইটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে-i. ঘটনা দুটি পরস্পর বর্জনশীল হতে পারবে নাii. কমপক্ষে একটি সাধারণ উপাদান থাকবেiii. ঘটনা দুইটি একত্রে ঘটার সম্ভাবনা শূন্য হবেনিচের কোনটি সঠিক?
আরোহী সম্ভাবনার -
i. ঘটনা A এর জন্য সম্ভাবনা P(A) =Ltn→∞mn
ii. চেষ্টার সংখ্যা অসীম
iii. ব্যবহারিক প্রয়োগ কম
A ও B দুটি অবর্জনশীল ঘটনা হলে-i. A ∩ B ≠ { }ii. P( A ∩ B)=0iii. P(A ∪ B)= P(A) + P(B) -P(A ∩ B)নিচের কোনটি সঠিক?
A ও B ঘটনাদ্বয় স্বাধীন। P(A∩B) = 0.16, P(A) = 0.3 হলে P(B) = কত?
কোন প্রতিষ্ঠান কৃষি শুমারি পরিচালনা করে?
আধা সরকারি পরিসংখ্যানের উৎস হলো-
i. বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক
ii. বীমা কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয়
iii. আন্তর্জাতিক সংস্থা
সরকারি পরিসংখ্যানে পরিসংখ্যানিক তথ্য-
i. প্রাথমিক হতে পারে
ii. মাধ্যমিক হতে পারে
iii. উদ্দেশ্য বিবর্জিত
বাংলাদেশের মৎস্য সম্পদের উপর ভিত্তি করে প্রকাশিত পরিসংখ্যান নিম্নের কোনটির অন্তর্ভুক্ত?
কোনো একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে তাকে কী বলে?
8 জনের একটি গ্রুপ থেকে প্রতিবার 2 জন করে নিয়ে মোট কতভাবে সাজানো যায়?
যে ঘটনা অন্য ঘটনা ঘটা বা না ঘটার উপর নির্ভর করে তাকে কী বলে?
সম্ভাবনার সর্বনিম্ন মান কত?
S = {x : x, 12 এর মৌলিক গুণনীয়ক} সেটটির তালিকা পদ্ধতির প্রকাশ কোনটি?
P(A∩B) এর মান কত?
দুটি স্বাধীন দৈব চলকের সহভেদাংক কত?
কেবল একজন সমাধান করার সম্ভাবনা কত?
স্বতঃসিদ্ধ সম্ভাবনা-i. অসীম বা সসীম উভয় সংখ্যক নমুনা বিন্দুর ক্ষেত্রে প্রযোজ্যii. সবচেয়ে আধুনিকiii. অধিক ত্রুটিযুক্তনিচের কোনটি সঠিক?