অবর্জনশীল ঘটনা P ও Q এর জন্য PP = 23, P Q = 14 এবং P(P∪Q) = 712হলে P(P ∩ Q) = ?
কোন নিবেশনের পরিমিত ব্যবধানকে বর্গ করলে যে মান পাওয়া যায়, তাই হল কী?
পরিমিত ব্যবধান-i. মূলের উপর নির্ভরশীল নয়ii. মাপনীর উপর নির্ভরশীলiii. সর্বদা ধনাত্মকনিচের কোনটি সঠিক?
তথ্যসারির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য হলো-
বিস্তার পরিমাপ কত প্রকার?
উদ্দীপকের আলোকে অনুকূল নমুনা ক্ষেত্রটি কেমন হবে?
A ও B ঘটনা দুটি বর্জনশীল ঘটনা হলে-1. P(A∩B)= 0ii. P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)iii. P(A∪B) = P(A) + P(B)নিচের কোনটি সঠিক?
A ও B ঘটনাদ্বয় স্বাধীন। P(A∩B) = 0.16, P(A) = 0.3 হলে P(B) = কত?
ছক্কার যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা-
উদ্দীপকের আলোকে নিচের তথ্যগুলো লক্ষ কর-
i. ধারাটির পদসংখ্যা আছে 8টি
ii. ধারাটির ভেদাঙ্ক 21
iii. ধারাটির বিভেদাঙ্ক 22.91%নিচের কোনটি সঠিক?
নিচের কালীন সারির কোন উপাদানটি একটি এলাকার ভূমিকম্পকে নির্দেশ করে?
সময়ের সাথে সম্পর্কিত যেকোন সংখ্যাত্মক তথ্য বিন্যাস নিচের কোনটি
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন কালীন সারির কোন উপাদান পরিলক্ষিত হয়?
কালীন সারির প্রধান উদ্দেশ্য কী?
কালীন সারির উপাদানসমূহের গুণন মডেল কোনটি?
V(x ± y) = V(x)+ V(y) হয় যখন চলকদ্বয়-
y একটি দৈব চলক এবং ৮ একটি ধ্রুবক হলে-i. V(y - b) = V(y)ii. v(y + b) = V(y)iii. V(by) = bV(y)নিচের কোনটি সঠিক?
বিভিন্ন বছরের বিপরীতে বিভিন্ন পরিমাণবাচক তথ্য উপস্থাপন করলে যে রেখা পাওয়া যায়, তাকে বলে-
i. কালীন রেখা
ii. অজিভ রেখা
iii. সময় রেখা
নিচের কোনটি সঠিক?
দীর্ঘ সময়ের জন্য কালীন সারির কোন উপাদানটি বেশি ব্যবহৃত হয়?
কালীন সারিতে চলকের মানের পর্যায়ক্রমিক ওঠানামা হয় নিচের কোন উপাদানটির ক্ষেত্রে?