NRR = 1 বলতে বুঝায়-
জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয়ের পদ্ধতি কয়টি?
জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারকে প্রকাশ করা হয় নিচের কোনটি দ্বারা?
কোনো এলাকার CBR = 37 এবং CDR = 10 হলে ঐ এলাকার স্বাভাবিক বৃদ্ধির হার কত?
ম্যালথাসের সূত্রানুযায়ী জনসংখ্যা বৃদ্ধি পায়-
এক্সপোনেনশিয়াল বা সূচকীয় পদ্ধতিতে জনসংখ্যা বৃদ্ধি পায়-
2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি?
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মতে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-
নিচের কোন বয়স সীমাটি অনির্ভরশীল?
নিচের কোন বয়স সীমাটি নির্ভরশীল?
জীব পরিসংখ্যানের উৎস হলো-
i. আদমশুমারি পদ্ধতি
ii. নিবন্ধীকরণ পদ্ধতি
iii. বিশ্লেষণ পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
কোনো দেশের নির্ভরশীল জনসংখ্যা হলো-
i. 15 বছরের কম বয়সী লোকেরা
ii. 15 থেকে 64 বয়সের লোকেরা
iii. 65 বছরের বেশি বয়সের লোকেরা
অর্থনৈতিক নির্ভরশীলতার অনুপাতকে বলা হয়-
i. স্বাভাবিক নির্ভরশীলতার অনুপাত
ii. অস্বাভাবিক নির্ভরশীলতার অনুপাত
iii. বেকারত্বের হার
কোনো শহরের অশোধিত জন্মহার 18 বলতে বুঝায়-
i. ঐ শহরের জনসংখ্যা প্রতি 100 জনে 18 জন বৃদ্ধি পায়
ii. ঐ শহরের জনসংখ্যা প্রতি 1000 জনে 18 জন বৃদ্ধি পায়
iii. ঐ শহরে জনসংখ্যা প্রতি 1000 জনে গড়ে 18 জন জীবন্ত শিশু জন্মন্মগ্রহণ করে
বয়ঃক্রমিক প্রজনন হারের ক্ষেত্রে-
i. প্রজনন সক্ষম মহিলাদের 5 শ্রেণি ব্যবধান নিয়ে 7টি শ্রেণিতে বিভক্ত করা হয়
ii. মহিলাদের প্রতিটি বয়স শ্রেণির জন্য আলাদা আলাদা প্রজনন হার নির্ণয় করা হয়
iii. প্রতিটি বয়স শ্রেণির মহিলাদের প্রজনন সক্ষমতা ভিন্ন ভিন্ন হয়
সংজনন হার বা পুরুৎপাদনের ক্ষেত্রে-
i. কেবল মাত্র কন্যা সন্তানদের বিবেচনায় আনা হয়
ii. নীট সংজনন হার (NRR) সর্বদা স্থূল সংজনন হার (GRR) অপেক্ষা ছোট হয়
iii. দুটি ভিন্ন স্থানের উপর ভিত্তি করে NRR নির্ণয় করা সম্ভব নয়
জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় পদ্ধতি-
i. গাণিতিক পদ্ধতি
ii. জ্যামিতিক পদ্ধতি
iii. সূচকীয় বা এক্সপোনেনশিয়াল পদ্ধতি
পরিসখ্যান ব্যুরোর কর্মকর্তা আদমশুমারির জন্য তথ্য সংগ্রহ করলে এটি আদমশুমারির কোন পদ্ধতি ছিল?
রাজীব সাহেবের স্থায়ী বাসস্থানে গিয়ে ঐ কর্মকর্তা তথ্য সংগ্রহ করলে তা কোন পদ্ধতি হতো?