সংজনন হার বা পুরুৎপাদনের ক্ষেত্রে-
i. কেবল মাত্র কন্যা সন্তানদের বিবেচনায় আনা হয়
ii. নীট সংজনন হার (NRR) সর্বদা স্থূল সংজনন হার (GRR) অপেক্ষা ছোট হয়
iii. দুটি ভিন্ন স্থানের উপর ভিত্তি করে NRR নির্ণয় করা সম্ভব নয়
নিচের কোনটি সঠিক?
অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন যে শ্রেণিতে বেশি গণসংখ্যা থাকে সে শ্রেণিকে ___ শ্রেণি বলে।
পরিসংখ্যানের উৎকর্ষতা বৃদ্ধি পেলে-
i. গুণগত মান বৃদ্ধি পায়
ii. বিশুদ্ধতা গ্রহণযোগ্য হয়
iii. নির্ভরযোগ্যতা বাড়ে
একটি বিন্যাসের 4 এর সাপেক্ষে প্রথম ও দ্বিতীয় পরিঘাত যথাক্রমে – 1 ও 9 হলে বিন্যাসটির গড় কত?
পরিমিত চলকের সকল মানের সম্ভাবনার সমষ্টি কত?
চিকিৎসা বিজ্ঞানের উন্নতর পদ্ধতি গ্রহণের ফলে জন্মহার ও মৃত্যুহারের ক্ষেত্রে কালীন সারির সাধারণ ধারায় কোন প্রবণতা লক্ষ্য করা যায়?