পৈঁসু চলক x এর সম্ভাবনা অপেক্ষক, P(x) = e-4.4xx!;x = 0, 1, 2, .... হলে পৈঁসু বিন্যাসের সূঁচলতার মান কত হবে?
একটি সম্ভাবনা বিন্যাসের n = 200 এবং সফলতার সম্ভাবনা p = 1.5% হলে সম্ভাবনা বিন্যাসটি হবে-
কোনো শহরের যানজট দূরীকরণে ব্যবহৃত হয় -
কোনো পৈঁসু বিন্যাসের ভেদাঙ্ক 6 হলে বিন্যাসটির গড় কত?
পৈঁসু বিন্যাসের তৃতীয় কেন্দ্রিয় পরিঘাত- i. গড়ের সমানii. ভেদাংকের সমানiii. পরামিতির সমাননিচের কোনটি সঠিক?
পৈঁসু বিন্যাসের ক্ষেত্রে -i. n এর মান খুব বড় হয়ii. p এর মান খুব নগণ্য হয়iii. 'পরামিতি গড়ের সমান হয়নিচের কোনটি সঠিক?
পৈঁসু বিন্যাসের পরামিতি, m হলে -
i. সূঁচলতা =3+1m
ii. আদর্শ বিচ্যুতি =m
iii. বঙ্কিমতা =1m
নিচের কোনটি সঠিক?
পৈঁসু বিন্যাসের ক্ষেত্রে-
i. m > 0; m = গড়
ii. সর্বদা ধনাত্মক বঙ্কিম
iii. ভেদাঙ্ক =m
পৈঁসু বিন্যাসের গাণিতিক প্রত্যাশা 4 হলে এর-
i. গড় = 4
ii. ভেদাঙ্ক = 4
iii. বঙ্কিমতা= 0.25
i. পরামিতি একটি যা mii. এ বিন্যাসের গড় ভেদাঙ্ক অপেক্ষা বড়iii. এর পৌণ:পুনিক সূত্রটি P(x + 1) =mx + 1× P(x)
প্রতিষেধক টিকার খারাপ প্রতিক্রিয়া নির্ণয়ে কোন বিন্যাস ব্যবহৃত হয়?
জীব পরিসংখ্যানের উৎসসমূহ-
i. আদমশুমারি
ii. নিবন্ধীকরণ পদ্ধতি
iii. নমুনায়ন
নির্ভরশীল জনসংখ্যা বলা হয়-
i. ১৪ বছর ও তার কম বয়সের ছেলেমেয়েদের
ii. ৬৫ বছরর বেশি বয়সের লোকদের
iii. ১৫ হতে ৬৪ বছরের বয়সের লোকদের
যারা জীবন যাত্রার জন্য অন্যের উপর নির্ভর করে, তাদেরকে বলে-
i. নির্ভরশীল জনসংখ্যা
ii. অধীন জনসংখ্যা
iii. অনির্ভরশীল জনসংখ্যা
যারা জীবন যাত্রার জন্য অন্যের উপর নির্ভর করে না, তাদেরকে বলে-
ii. স্বাধীন জনসংখ্যা
iii. অনির্ভরশীল জনসংখ্যা '
জনসংখ্যার ঘনত্ব 2068 জন/বর্গমাইল দ্বারা বুঝায়-
i. প্রতি বর্গমাইলে 2068 জন লোক বসবাস করে
ii. প্রতি বর্গমাইলে গড়ে 2068 লোক বসবাস করে
iii. প্রতি বর্গকিলোমিটারে গড়ে 2068 জন বসবাস করে
নির্ভরশীল অনুপাতের সাহায্যে-
i. উন্নয়নের সূচক হিসেবে নির্ভরশীল অনুপাত কাজ করে
ii. যে দেশের নির্ভরশীল অনুপাত যত কম সে দেশ তত বেশি উন্নত
iii. যে দেশের নির্ভরশীল অনুপাত যত বেশি সে দেশ তত বেশি উন্নত
বয়ঃনির্দিষ্ট প্রজনন হারের ক্ষেত্রে-
i. মহিলাদের প্রতিটি বয়স শ্রেণির জন্য পৃথকভাবে প্রজনন হার নির্ণয় করা হয়
ii. বয়সভেদে মহিলাদের সন্তান উৎপাদনের সংখ্যার পার্থক্য পরিলক্ষিত হয়
iii. সাধারণত ভিন্ন ভিন্ন বয়সে প্রজনন ক্ষমতা ভিন্ন ভিন্ন হয়
সন্তান ধারণে সক্ষম মহিলাদের প্রত্যেকে তাদের প্রজনন বয়স সীমার মধ্যে গড়ে যে কয়টি কন্যা শিশু জীবিত অবস্থায় জন্মগ্রহণ করে, তাকে বলে-
i. সংজনন হার
ii. পুনরুৎপাদন হার
iii. নীট পুনরুৎপাদন হার
সন্তান ধারণে সক্ষম মহিলাদের সংখ্যা বাড়বে-
i. স্থূল সংজনন হার 1 এর বেশি
ii. GRR এর মান 1 এর বেশি
iii. স্থূল সংজনন হার 1 এর কম