ঋতুগত ভেদের উদাহরণ হলো-
i. ফুটবল বিশ্বকাপের সময় ফুটবলের মূল্য
ii. প্রতিবছর রমজান মাসে পেয়াজের মূল্য
iii. প্রতি জানুয়ারি মাসে শিক্ষা সামগ্রীর মূল্য
নিচের কোনটি সঠিক?
সাধারণত ঋতুগত ভেদের সময়কাল
i. সাপ্তাহিক
ii. মাসিক
iii. ত্রৈমাসিক
কালীন সারির উপাদানসমূহের মডেল
i.YT+S+C+I
ii. Y=TS×CXI
iii. Y=C+U+I+S
ঋতুগত ভেদ দেখা যায় -
i. আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের কারণে
ii. মানব সৃষ্ট প্রথা এবং অভ্যাসের কারণে
iii. রাজনৈতিক অস্থিরতার কারণে
কালীন সারির উপাদান হচ্ছে-
i. সাধারণ ধারা
ii. ঋতুগত ভেদ
iii. দৈব পরিবর্তন
স্বাধীনতার 45 বৎসর পর বাংলাদেশের উন্নতি এটি কালীন সারির- চোখে পরার মত-
i. চক্র ক্রমিক হ্রাস-বৃদ্ধি
ii. অনিয়মিত ভেদ
iii. ঋতুগত ভেদ
সাধারণ ধারা নির্ণয়ের রৈখিক পদ্ধতি বলতে কোন পদ্ধতিকে বোঝায়?
কোন পদ্ধতি ব্যক্তির বিচার বুদ্ধি ও অভিজ্ঞতার ওপর অতিমাত্রায় "নির্ভরশীল?
কোন পদ্ধতি কম ঝুঁকিপূর্ণ এবং ব্যক্তিগত পক্ষপাতিত্বের সম্ভাবনা কম?
চলিষ্ণু গড় পদ্ধতিতে সময়কাল বেশি হলে কী রকম রেখা পাওয়া যাবে?
কোন পদ্ধতি কালীন সারির সকল উৎপাদন বিশ্লেষণে কাজে লাগে?
কোন পদ্ধতিতে প্রথম ও শেষের দিকের মান অনুপস্থিত থাকে?
চলিষ্ণু গড় পদ্ধতিতে পর্যায়কাল উল্লেখ না থাকলে কী বিবেচনা করতে হবে?
যদি কোনো একটি ঘটনা পরপর কয়েক বছর প্রায় একইভাবে ঘটে যায় তাহলে কিসে পরিণত হয়?
কালীন সারির কোন উপাদানের চলকের ওঠানামা দোদুল্যমান প্রকৃতির?
কোন পর্যায়ে অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য কালীন সারি বিশ্লেষণের গুরুত্ব অত্যাধিক?
নিচের কোনটিতে ঊর্ধ্বমুখী সাধারণ ধারা পরিলক্ষিত হয়?
কমপক্ষে কত সময় ব্যাপ্তি কোন ঘটনার গতি দেখে সাধারণ ধারা ধরে নেয়া যায়?
কোন পদ্ধতি সরল রৈখিক এবং বক্ররৈখিক উভয় পদ্ধতিতে ব্যবহৃত হয়?
কোন পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয়ে ভিন্নতা বেশি আসে?