কালীন সারির উপাদানসমূহ প্রভাবিত হয়-
i. প্রাকৃতিক কারণে
ii. সামাজিক কারণে
iii. কৃত্রিম কারণে
নিচের কোনটি সঠিক?
ঋতুগত ভেদ দেখা যায় -
i. আবহাওয়া পরিবর্তনের কারণে
ii. মানব সৃষ্ট প্রথা এবং অভ্যাসের কারণে
iii. রাজনৈতিক অস্থিরতার কারণে
কালীন সারির সাধারণ ধারার বৈশিষ্ট্য
i. ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী বা স্থির হওয়ার প্রবণতা
ii. গতিধারা দীর্ঘ সময় বিদ্যমান থাকে
iii. সহজেই গতিপথ পরিবর্তন করা
কালীন সারি ব্যবহৃত হয়
i. সঠিক সময়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণে
ii. ব্যবসা-বাণিজ্যে
iii. স্টক মার্কেটে বিনিয়োগ
দীর্ঘকালীন প্রবণতা পরিমাপ করতে যে পদ্ধতিগুলো ব্যবহৃত হয়, তা হলো-
i. Free-hand curve Method
ii. Semi-Average Method
iii. Moving Average Method
কালীন সারির উপাদান কয়টি?
সাধারণ ধারা নির্ণয়ের পদ্ধতি কয়টি?
কমপক্ষে কত সময় ব্যাপ্তি কোন ঘটনার গতি দেখে সাধারণ ধারা ধরে নেয়া যায়?
কালীন সারির বিশ্লেষণে সাধারণত কত ধরনের মডেল হতে পারে?
ঋতুগত সাধারণ ধারার সময়কাল কোনটি?
কত সময় ব্যাপ্তি কোন ঘটনার গতি দেখে ঋতুগত ভেদ ধরে নেয়া যায়?
শীতকালে গরম কাপড়ের চাহিদা বেড়ে যায়। এটি কালীন সারির কোন উপাদানটি নির্দেশ করে?
তাপমাত্রার পরিবর্তনের প্রভাব কালীন সারির কোন উপাদান নির্দেশ করে?
শেয়ার বাজারের কালীন সারির কোন উপাদানের প্রভাব রয়েছে?
সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থনৈতিক ক্ষেত্রে যে উত্থান-পতন ও পুনর্জাগরণ দেখা যায়, তাকে কী বলে?
বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার, শিশু মৃত্যুর হার প্রভৃতি ক্ষেত্রে কালীন সারির কোন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়?
কালীন সারির যে পরিবর্তন আকস্মিক বা অনিয়মিত তাকে কী বলে?
দীর্ঘমেয়াদী পরিবর্তন কালীন সারির কোন উপাদানের মাঝে দেখা যায়?
যদি কোন একটি ঘটনা পরপর কয়েক বছর প্রায় একইভাবে ঘটে যায়, তবে সে ঘটনা একটি ধারায় পরিণত হয়, তাকে কী বলে?
বাংলাদেশে মাথাপিছু আয়ের পরিবর্তন কালীন সারির কোন উপাদানের প্রভাব পরিলক্ষিত হয়?