নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
একটি প্রতিষ্ঠানে কর্মরত জনাব সজল ও তার সহকর্মীরা স্বেচ্ছায় নিজেদের কাজের সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে সর্বদা প্রস্তুত থাকেন।
উদ্দীপকে কোন ধরনের সমন্বয় বিদ্যমান?
জাহান এন্ড কোম্পানির ২০১২ সালে প্রণীত পরিকল্পনাটি কোন ধরনের?
কোন বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকের পরিকল্পনাটি। পুনঃনির্ধারণ করতে পেরেছে?
ব্যবস্থাপনার প্রাথমিক কাজ কোনটি?
উদ্দীপকের ব্যবস্থাপক বাছাইয়ের কাজটি নিচের কোনটির সাথে সম্পৃক্ত?
এ ধরনের পদোন্নতির ফলে-
i. দক্ষ কর্মীরা অনুপ্রাণিত হয়
ii. চাকরিকালের প্রাধান্য বজায় থাকে
iii. কার্য সম্পাদনে সকলে মনোযোগী হয়
নিচের কোনটি সঠিক?
মি. নুর আলমের দৈনিক ৪০০ একক উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কী নামে পরিচিত?
মি. নুর আলম কিভাবে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করবেন?
নিয়ন্ত্রণের ভিত্তি কোনটি?
উৎপাদন কার্যকে সফলভাবে এগিয়ে নিতে নিচের কোনটি উত্তম নিয়ন্ত্রণ কৌশল হিসেবে গণ্য হতে পারে?
নির্দেশনাকে প্রশাসনের কী বলে?
দ্বি-উপাদান তত্ত্বে প্রেষণামূলক উপাদানের বিষয়বস্তু হলো—
i. বেতন
ii. স্বীকৃতি
iii. সাফল্য
SMS এর পূর্ণরূপ কী?
ব্যবস্থাপনার উপকরণের মধ্যে পড়ে
i. মানুষ
ii. অর্থ
iii. পদ্ধতি
আনুষ্ঠানিকতার বিচারে নেতৃত্বে কত ধরনের?
চাহিদা সোপান তত্ত্বের সর্বশেষ চাহিদাস্তর কোনটি?
দূরবর্তী কর্মীদের প্রেষণা দানে প্রযোজ্য হবে—
i. বাসস্থান সুবিধা
ii. পরিবহন সুবিধা
iii. বোনাস সুবিধা
প্রতিষ্ঠানের বর্তমান অবস্থার ফলাফল কী হবে?
যোগাযোগ ব্যবসায়ের কাজে কী বৃদ্ধি করে?
মৌখিক যোগাযোগের মাধ্যম হলো—
i. আলোচনা
ii. টেলিফোন
iii. সাক্ষাৎকার