SMS ব্যাংকিং-এর মাধ্যমে সাধারণত যেসব ব্যাংকিং কার্যসম্পাদন করা যায় সেগুলো হলো-
i. হিসাবের স্থিতি
ii. চেক বইয়ের জন্যে অনুরোধ
iii. টাকা উত্তোলন
নিচের কোনটি সঠিক?
ই-ব্যাংকিং সেবা সুবিধা হলো-
i. সান্ধ্যকালীন ব্যাংকিং
ii. অনলাইন ব্যাংকিং
iii. হোম ব্যাংকিং
স্মার্ট কার্ড (Smart Card) মূলত-
i. ক্রেডিট কার্ড
ii. ডেবিট কার্ড
iii. ম্যাগনেটিক কার্ড
নিয়ন্ত্রণের সাধারণ কৌশল-
i. প্রতিবেদন বিশ্লেষণ
ii. নিরীক্ষণ
iii. ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি
নিয়ন্ত্রণের কার্যকারিতা নিশ্চিত করার স্বার্থে এর উপযুক্ততা আবশ্যক কোন কোন ক্ষেত্রে?
ⅰ. প্রতিষ্ঠানের সঠিক আয়তনের ওপর
ii. কাজের প্রকৃতির ওপর
iii. কর্মীদের মনমানসিকতার ওপর
নিয়ন্ত্রণের কার্যকারিতার জন্য কতকগুলো উপাদান অপরিহার্য। যেমন-
i. বোধগম্যতা ও সরলতা
ii. নমনীয়তা ও সময়ানুবর্তিতা
iii. ব্যক্তির সাথে সম্পর্ক যুক্ততা
PERT-এর বৈশিষ্ট্য হলো-
i. এক্ষেত্রে কাজসমূহের আন্তঃসম্পর্ক নিরূপিত হয়
ii. কোন কাজ কখন শুরু ও শেষ হবে তার উল্লেখ থাকে
iii. এটি একত্রে পরিকল্পনা ও নিয়ন্ত্রণ উন্নয়নের আধুনিক পদ্ধতি
বাজেটারী নিয়ন্ত্রণ কৌশল ব্যবহারে যে সকল বিষয়ে সতর্ক থাকতে হয় তা হলো-
i. উপযুক্ত বাজেট কাল নির্ধারণ
ii. যথাসময়ে বাজেট প্রণয়ন
iii. সুস্পষ্ট করে বাজেট প্রণয়ন
নিয়ন্ত্রণের বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ সম্পর্কিত তিনটি বিবৃতি নিচে প্রদত্ত হলো-
i. সংগৃহীত তথ্য ও উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে
ii. বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বিশ্লেষক নিয়োগ
iii. কার্যফলের সংখ্যাত্মক উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ