টয়োটা কোং চলতি মূলধন ৩১,৫০০ টাকা এবং চলতি অনুপাত ৫:২ হলে কোম্পানির চলতি দায় কত?
দশ ঘরবিশিষ্ট কার্যপত্রের সমন্বিত রেওয়ামিলে বেতন বাবদ কত টাকা দেখাতে হবে?
অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
ব্যবসায়ে কোন ধরনের সম্পদের ওপর অবচয় ধার্য করা হয়?
অবচয় হলো-
i. ব্যয় বণ্টন প্রক্রিয়া
ii. স্থায়ী সম্পত্তি বণ্টন প্রক্রিয়া
iii. দায় বণ্টন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
কন্ট্রা সম্পদ কোনটি?
কোনটি বণ্টনযোগ্য মুনাফার অংশ?
যন্ত্রপাতি ক্রয় ৩০,০০০ টাকা, বহন খরচ ৩,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় ৭,০০০ টাকা হলে যন্ত্রপাতি হিসাব কত টাকা ডেবিট হবে?
২০২২ সালের অবচয়ের পরিমাণ কত?
যদি প্রতিষ্ঠানটি প্রথম বছরে সরলরৈখিক পদ্ধতির পরিবর্তে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে তবে আর্থিক বিবরণীতে পরিবর্তন হবে?
i. পরিচালন মুনাফা ১,১৯,০০০ টাকা হ্রাস পাবে
ii.. স্থায়ী সম্পদের মূল্য ১,১৯,০০০ টাকা হ্রাস পাবে
iii. মালিকানাস্বত্ব ১,১৯,০০০ টাকা হ্রাস পাবে
কোনটি ঋণ পরিশোধ ক্ষমতা নির্দেশক অনুপাত?
গাড়িটির বিক্রয়জনিত লেনদেনে প্রতিষ্ঠানের হিসাব সমীকরণে-
i. সম্পদ হ্রাস পাবে
ii. সম্পদ বৃদ্ধি পাবে
iii. মালিকানাস্বত্ব বৃদ্ধি পাবে
কোনটি সচ্ছলতা নির্দেশক অনুপাত?
মজুদ আবর্তন অনুপাত কোন ধরনের অনুপাত?
যন্ত্রটির ক্রয়মূল্য কত টাকা?
সুনাম কী?
অনুপার্জিত আয় দ্বারা নিচের কোনটিকে বোঝায়?
বিলম্বিত বিজ্ঞাপন ব্যবসায়ের একটি-
মুনাফাজাতীয় আয় কোনটি?
মুনাফাবিহীন বিক্রয় বিশদ আয় বিবরণীতে-
i. ক্রয় থেকে বাদ দিতে হবে
ii. সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দিতে হবে
iii. বিক্রয় হতে বাদ দিতে হবে