ব্যাংক জমাতিরিন্ত উত্তোলন দ্বারা বোঝায়-
i. নগদান বহির ব্যাংক কলামের ক্রেডিট উদ্বৃত্ত
ii. নগদান বহির ব্যাংক কলামের ডেবিট উদ্বৃত্ত
iii. ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত
নিচের কোনটি সঠিক?
ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝায়-
কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়?
অংশীদারি ব্যবসায়ের মূল বৈশিষ্ট্য হলো-i. চুক্তিii. একাধিক সদস্যiii. অসীম দায়নিচের কোনটি সঠিক?
চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের মূলধনের ওপর কত হারে সুদ ধার্য করা হয়?
অংশীদারগণ প্রত্যেক মাসের মাঝামাঝি সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করে। মোট উত্তোলনের ওপর কত মাসের সুদ ধরতে হবে?
উত্তোলনের ওপর বৎসরান্তে সুদের পরিমাণ হবে-
চুক্তির অবর্তমানে অংশীদারগণ কর্তৃক নগদ উত্তোলনের উপর সুন্দ ধরতে হবে কীভাবে?
বণ্টনযোগ্য মুনাফা ৯০,০০০ টাকা। ৩ : ২:১ অনুপাতে দ্বিতীয় অংশীদারদের মুনাফা কত?
A, B ও C তিনজন অংশীদার। তাদের মুনাফা বণ্টন অনুপাত হলো ২ : ২ : ১। ব্যবসায়ের প্রয়োজনে ৩১ মার্চ ১০,০০০ টাকা ঋণ প্রদান করেন। C এর প্রাপ্য ঋণের সুদের পরিমাণ কত হবে?
হাসানের উত্তোলনের সুদের পরিমাণ কত টাকা?
অংশীদারি ব্যবসায়ের হিসাবে স্থায়ী মূলধন পদ্ধতিতে তৈরি করতে হয়- i. লাভ-লোকসান আবণ্টন হিসাবii. অংশীদারদের চলতি হিসাবiii. অংশীদারদের মূলধন হিসাব
অংশীদারদের মূলধন হিসাব সংরক্ষণের পদ্ধতি কয়টি?
অংশীদারদের চলতি হিসাবের জের হতে পারে-i. ডেবিটii. ক্রেডিটiii. শূন্য নিচের কোনটি সঠিক?
কোম্পানির নামের শেষে লিমিটেড শব্দটি লেখার অর্থ কী?
যারা কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে কী বলা হয়?
শেয়ার মালিকগণ ব্যবসায় থেকে অর্জন করে কোনটি?
কোম্পানির শেয়ার মূলধনকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়?
কোম্পানির ইস্যুকৃত মূলধনের পরিমাণ কত?
কোম্পানির ব্যাংক জমার উদ্বৃত্ত কত?