প্রাপ্য বিনিয়োগের সুদ কোন জাতীয় হিসাব?
অনাদায়ি শিক্ষানবিশ সেলামি কোন জাতীয় হিসাব?
জনাব রাহাতের আসবাবপত্র ক্রয়ের ঘটনাটি কোন ধরনের ব্যয়?
দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি সম্পর্কে নিচের কোন বিষয়টি সামঞ্জস্যপূর্ণ?
i. লেনদেনে একটি হিসাবখাত থাকে
ii. লেনদেনে দুটি পক্ষ থাকে
iii. লেনদেনের মোট ফলাফলের জন্য ডেবিট ও ক্রেডিট টাকা সমান হবে
নিচের কোনটি সঠিক?
দুতরফা দাখিলা পদ্ধতি কোন দেশে প্রবর্তিত হয়?
হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য হিসাববিজ্ঞানের কোন পদ্ধতিটি তুমি প্রয়োগ করবে?
নিচের কোনটি ডেবিট?
হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হলো-
i. সমন্বয় দাখিলা
ii. কার্যপত্র
iii. বিপরীত দাখিলা
নিচের কোনটি হিসাবের প্রাথমিক বই?
কার্যপত্র প্রস্তুত হলো একটি-
i. ঐচ্ছিক কার্য
ii. বহুঘরবিশিষ্ট বিবরণী
iii. সকল হিসাবের মিশ্রণ
বাট্টা সাধারণত কত প্রকার হয়?
একটি পণ্যের তালিকা মূল্য ৪৫,০০০ টাকা। কারবারি বাট্টা ১০% এবং নগদ বাট্টা ৫% অনুমোদন করা হলে, নগদ বাট্টার পরিমাণ কত?
ক্রয় জাবেদা থেকে জানা যায়-
i. মোট ক্রয়ের পরিমাণ
ii. প্রদেয় হিসাবের পরিমাণ
iii. মোট ধারে ক্রয়ের পরিমাণ
জাবেদাকে কী বলা হয়?
প্রকৃত জাবেদায় লেখা হয় কোনটি?
মুনাফাবিহীন বিক্রয়ের জাবেদা কোনটি?
i. বিক্রয় হিসাব ডেবিট
ii. ক্রয় হিসাব ক্রেডিট
iii. মজুদ পণ্য হিসাব ক্রেডিট
মাসের শুরুতে পেটি ক্যাশিয়ারের হাতে নগদ ছিল ২০০ টাকা। এ মাসে পেয়েছেন ৮০০ টাকা। তার অগ্রদত্ত টাকার পরিমাণ কত?
ক্রয় হিসাবে কত টাকা লেখা হবে?
জানুয়ারি মাসের শেষে নগদ টাকার পরিমাণ কত হবে?
জনাব মুস্তাফিজ অমর্যাদাকৃত চেকটি কোন বইতে লিপিবদ্ধ করবেন?