রেওয়ামিলে বিজ্ঞাপন খরচ ৫০,০০০ টাকা। ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ১০,০০০ টাকা। বিজ্ঞাপন খরচকে চার বছরের মধ্যে সমন্বয় করলে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত হবে?
কোন ধরনের সম্পদ সরাসরি ভোগ করা যায় না?
উৎপাদন ব্যয় বিবরণীর সাহায্যে নির্ণয় করা যায়- i. কারখানা ব্যয়ii. বিক্রীত পণ্যের ব্যয়iii. মোট ব্যয়নিচের কোনটি সঠিক?
উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কোনটি?
কোনটি মুখ্য ব্যয়?
মুখ্য ব্যয়ের উপাদান কোনটি?
সমাপনী মজুদ সমান-i. প্রারম্ভিক মজুদ + নিট ক্রয়- বিক্রীত পণ্যের ব্যয় ii. হাতে মজুদ পণ্য সংখ্যা × এককপ্রতি ক্রয়মূল্যiii. হাতে মজুদ পণ্য সংখ্যা× ক্রয়মূল্য- বিক্রীত পণ্যের ব্যয়নিচের কোনটি সঠিক?
উৎপাদন ব্যয় বিবরণীতে পরোক্ষ মজুরিকে কোন স্তরে দেখানো হয়?
প্রত্যক্ষ খরচ ও উৎপাদন উপরি খরচকে একত্রে কী বলে?
কাঁচামালের ব্যয় ৮,০০০ টাকা, মজুরি ৪,০০০ টাকা এবং কারখানা উপরিব্যয় ৬,০০০ টাকা হলে মুখ্য ব্যয় কত?
উৎপাদন ব্যয় হিসাবের প্রত্যক্ষ ব্যয়সমূহের সমষ্টি দ্বারা কী বোঝায়?
বিক্রয়মূল্যের ওপর মুনাফার হার ২৫% হলে ক্রয়মূল্যের ওপর মুনাফার হার কত?
বিক্রয়ের উপর মুনাফার হার ২০% অংশ হলে বিক্রীত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার কত হবে?
বিক্রয়ের পরিমাণ কত?
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে কর্মচারীদের কোন ভাতাটি প্রদান করা হয়?
কর্মীদের দক্ষতা ও উৎসাহ বৃদ্ধির জন্য কী দেওয়া হয়?
শ্রমিক রিয়াজের ওভারটাইম মজুরি কত টাকা?
যদি আগুনে বিনষ্ট পণ্য ৩,০০০ টাকায় ভগ্নাবশেষ মূল্যে বিক্রি করা যায় তাহলে বিমা কোম্পানি কত টাকা ক্ষতিপূরণ করবে?
শাফাত লি. এর ২০২০ সালের আর্থিক অবস্থার বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা দেখাতে হবে?
প্রতিষ্ঠানটি ২০২২ সালের আর্থিক অবস্থার বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা দেখাবে?