বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিককে দৈনিক কত ঘণ্টা কাজ করতে হয়?
মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যে ভাতা দেওয়া হয় তাকে কী বলে?
মোট উপার্জন বৃদ্ধি করে-i. অতিরিক্ত সময়ের কাজের পারিশ্রমিকii. নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত বাসস্থান সুবিধাiii. মহার্ঘ ভাতানিচের কোনটি সঠিক?
শ্রমিকের পারিশ্রমিককে কী বলে?
দ্রব্যমূল্য বা জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতি বিধানের নিমিত্তে কর্মীদের প্রদত্ত সুবিধাকে কী বলে?
কোনটি বেতন বিবরণীর উপার্জনের উপাদান?
নিচের কোনটি আর্থিক সুবিধা?
মহার্ঘ ভাতা প্রদান করা হয়- i. দ্রব্যমূল্য ক্রয় ঊর্ধ্বগতির জন্যii. জীবনযাত্রার মান বৃদ্ধির জন্যiii. মুদ্রাস্ফীতির জন্যনিচের কোনটি সঠিক?
কোনটি অনার্থিক সুবিধা?
মহার্ঘ ভাতা দেওয়া হয়-i. ব্যবসায়ে মুনাফা অর্জিত হলেii. দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেiii. মুদ্রাস্ফীতি হলেনিচের কোনটি সঠিক?
কাজের প্রতি উৎসাহী ও উদ্যমী হওয়ার জন্য মালিক কর্তৃক কর্মীদের যে অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদান করা হয় তাকে কী বলে?
বেতন পুরক হলো-i. বাড়ি ভাড়া ভাতা ii. টিফিন ভাতাiii. বিনিয়োগ ভাতানিচের কোনটি সঠিকয়?
দ্রব্য মূল্য বৃদ্ধির সাথে তাল মিলানোর জন্য কী প্রদান করা হয়?
বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী সাপ্তাহিক নির্ধারিত কার্যসময়-
প্রভিডেন্ট ফান্ড মূলত কী কারণে সৃষ্টি করা হয়?
সাপ্তাহিক প্রমাণ উৎপাদনের পরিমাণ কত?
প্রতি এককের মজুরি কত?
প্রতিষ্ঠানটির নিট মুনাফার পরিমাণ কত?
বিক্রীত পণ্যের ব্যয় কত?
পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত?