২০২০ সালের বিমা খরচের পরিমাণ কত?
যদি বিমা সেলামি ৩০,০০০ টাকা ২০২০ সালের খরচ হিসেবে দেখানো হয়, তবে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে-
i. নিট আয় ২২,৫০০ টাকা হ্রাস পাবে
ii. মোট সম্পদ ২৬.২৫০ টাকা হ্রাস পাবে
iii. মালিকানাস্বত্ব ২৬.২৫০ টাকা হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
জেরিন এন্টারপ্রাইজ-এর বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ কত টাকা?
জেরিন এন্টারপ্রাইজ-এর হিসাব বছর শেষে বকেয়া বেতনের পরিমাণ ছিল ২,০০০ টাকা, যা সমন্বয় করা হলে-
i. মোট মুনাফার পরিমাণ কমবে
ii. নিট মুনাফার পরিমাণ কমবে
iii. মোট বেতন ৫,০০০ টাকা হবে
উক্ত বছরের মোট লাভ কত টাকা?
মোট বিজ্ঞাপনের ২৫% অবলোপন করলে কত টাকা পরিচালন ব্যয় হিসেবে বসবে?
মোট বিজ্ঞাপনের ৫৫% বিলম্বিত করলে কত টাকা পরিচালন ব্যয় হিসেবে বসবে?
LAS-02 অনুসারে মজুদ মূল্যায়নের ক্ষেত্রে বর্তমানে কোন পদ্ধতিটি নিষিদ্ধ?
মজুদ পণ্য কোন ধরনের সম্পদ?
উৎপাদনকারী প্রতিষ্ঠানে কয় ধরনের মজুদ পণ্য থাকে?
সমাপনী মজুদ অধিক মূল্যায়িত হলে নিচের কোনটি সঠিক?
বিক্রীত পণ্যের ব্যয় প্রতিবার বিক্রয়ের সাথে হিসাবভুক্ত হয় কোন পদ্ধতিতে?
নিচের কোনটি নির্ণয় করার জন্য মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়?
কোন নীতি অনুসারে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়?
পণ্য পরিবহনসংক্রান্ত শর্ত হচ্ছে- i. ২/১০, net/৩০ii. FOB destinationiii. FOB shipping pointনিচের কোনটি সঠিক?
উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য যে পরিমাণ মাল সর্বদা মজুদ রাখা আবশ্যক তাকে কী বলে?
২/১০ নিট ৩০ বলতে বোঝায়-
i. ১০ দিনের মধ্যে দেনা পরিশোধে ২% বাট্টাii. ৩০ দিনের মধ্যে দেনা পরিশোধে ২% বাট্টাiii. ৩০ দিনের মধ্যে অবশ্যই দেনা পরিশোধ করতে হবেনিচের কোনটি সঠিক?
তাৎক্ষণিক মজুদ পণ্যের পরিমাণ জানার পদ্ধতি হলো-
প্রারম্ভিক মজুদ বেশি দেখালে কী বেশি দেখানো হবে?
মজুদ এক প্রকার-i. চলতি সম্পদii. স্থায়ী সম্পদ iii. স্পর্শনীয় সম্পদনিচের কোনটি সঠিক?