১৫টি চেয়ারের উৎপাদন ব্যয় ১৮,০০০ টাকা। যদি কোম্পানি বিক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা করতে চায় তবে প্রতিটি চেয়ারের বিক্রয়মূল্য কত হবে?
হাসেম মিয়া একজন চাষি। সে দেখল এ বৎসর ২৫ কেজি আলুর উৎপাদন ব্যয় হলো ১,০০০ টাকা। যদি তিনি বিক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা প্রত্যাশা করেন তাহলে তার প্রতি কেজি আলুর বিক্রয়মূল্য কত টাকা ছিল?
শাপলা কোম্পানির প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ ও বিক্রয়ের পরিমাণ যদি যথাক্রমে ৬,০০০ একক, ১৪,০০০ একক ও ২৫,০০০ একক হয়, তবে উৎপাদনের পরিমাণ কত একক?
১৫টি চেয়ারের উৎপাদন ব্যয় ১৮,০০০ টাকা। যদি কোম্পানি বিক্রয়মূল্যের উপর ২০% মুনাফা করতে হয় তবে প্রতিটি চেয়ারের বিক্রয়মূল্য কত টাকা হবে?
প্রারম্ভিক মজুদ পণ্য ২৫০ একক, সমাপনী মজুদ ১৫০ একক এবং সারা বছর উৎপাদিত পণ্য ৪০০ একক। পণ্য বিক্রয়ের মাধ্যমে সারা বছরের মুনাফা ১২,০০০ টাকা। এককপ্রতি মোট মুনাফা কত?
প্রত্যক্ষ মাল ৪,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ২,০০০ টাকা, উপরিখরচ ৩,০০০ টাকা হলে, রূপান্তর ব্যয় কত?
পণ্য উৎপাদনের পূর্বে অতীত ব্যয় বিশ্লেষণ করে নির্ণয় করা হয়- i. সম্ভাব্য ক্ষতিii. মোট ব্যয়iii. দরপত্র মূল্যনিচের কোনটি সঠিক?
মজুরির ওপর কারখানার উপরিব্যয়ের শতকরা হার কত?
উৎপাদন ব্যয়ের ওপর অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার কত?
দরপত্র ব্যয় বিবরণীতে অতীতের খরচের ভিত্তিতে ভবিষ্যতের কোন ব্যয়কে অনুমান করা হয়?
বিক্রয়ের পরিমাণ ২,৮০,০০০ টাকা মুনাফার পরিমাণ ৩৫,০০০ টাকা হলে বিক্রয়ের ওপর মুনাফার শতকরা হার কত?
দরপত্র বিবরণী হতে পারে- i. একক দরপত্রii. সীমিত দরপত্রiii. দ্বৈত দরপত্রনিচের কোনটি সঠিক?
দৈনিক কত ঘন্টা কাজ করলে একজন শ্রমিক ওভারটাইম মজুরি পাবে?
কোনটি অনার্থিক সুবিধা?
জনি ট্রেডার্স এর ২০২২ সালের মোট লাভ কত টাকা?
জনি ট্রেডার্স এর বিক্রীত পণ্যের ব্যয় কত টাকা?
সমাপনী মজুদের পরিমাণ কত টাকা?
মহার্ঘ ভাতা দেওয়া হয়-i. দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে ii. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলেiii. দক্ষতা বৃদ্ধি পেলেনিচের কোনটি সঠিক?
নিট বেতন নির্ণয়ে সঠিক গণনা কোনটি?
আর্থিক ও পরিপূরক সুবিধাদির ভিত্তি কোনটি?