ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হলে-
i. নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকে
ii. নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত কম থাকে
iii. ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকে
নিচের কোনটি সঠিক?
NSF চেক অর্থ কী?
NSF শব্দের পূর্ণরূপ কী?
নিচের কোনটি নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে পার্থক্য তৈরি করবে?
চেকের মাধ্যমে বেতন প্রদান ৫০০ টাকা ভুলক্রমে নগদান বইয়ের ডেবিট দিকে ৫০ টাকা লেখা হয়েছে। এর ফলে নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর মধ্যে কত টাকা গরমিল হবে?
নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ও ব্যাংক বিবরণীর জেরের মধ্যে পার্থক্যের কারণ হলো-
i. ইস্যুকৃত চেক ব্যাংকে যথাসময়ে উপস্থিত না হওয়া
ii. ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ও ধার্যকৃত চার্জ নগদান বহিতে না লেখা,
iii. আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় না হওয়া
৩০ জুন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে অন্তর্ভুক্ত হবে-
i . ২৭ জুন আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ২৯ জুন আদায় হয়েছে
ii. পরিশোধের জন্য ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি
iii. আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত প্রাপ্য বিল ৩ জুলাই আদায় হয়েছে
জনাব রাসেল ২,০০০ টাকা চেক ইস্যু করেন কিন্তু এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। এছাড়া ব্যাংক সুদ মঞ্জুর করে ৫০০ টাকা কিন্তু নগদান বইয়ে হিসাবভুক্ত হয়নি। এক্ষেত্রে নগদান বই ও পাস বইয়ের গরমিলের পরিমাণ কত?
আবির কোম্পানির নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,০০০ টাকা। ৮,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। পাশ বহির ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কত?
নগদান বই অনুযায়ী ব্যালেন্স ৩,০০০ টাকা, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ১,০০০ টাকা, ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল ৫০০ টাকা। জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক ২,০০০ টাকা হলে ব্যাংক বিবরণীর ব্যালেন্স কত?
ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,০০০ টাকা। ১০,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক তা আদায় হয়নি, পক্ষান্তরে ২০,০০০ টাকার একটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক তা পরিশোধিত হয়নি। [সি. বো. ১৩] নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত?
ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংকের ডেবিট উদ্বৃত্ত ৪০,০০০ টাকা। ব্যাংকে জমাকৃত চেক যা ব্যাংক ক্রেডিট করেনি ৫,০০০ টাকা। ব্যাংকের সঠিক উদ্বৃত্ত কত টাকা?
ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের সময় ব্যাংক হিসাবের জের হতে নিম্নের কোনটি বিয়োগ করতে হবে?
ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ-
i. পাস বইতে ক্রেডিট করা হয়
ii. পাস বইতে ডেবিট করা হয়
iii. নগদান বইতে ডেবিট করা হয়
ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৫০০ টাকা ভুলে নগদান বহিতে দুবার লেখার ফলে ব্যাংক সমন্বয় বিবরণীতে গরমিলের পরিমাণ কত হবে?
নগদান বইয়ের ব্যাংক কলামের ডেবিট পার্শ্বে লিপিবদ্ধ করা হয়-
i. ব্যাংকে চেক বা নগদ জমা করলে
ii. দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা দিলে
iii. ব্যাংক সুদ মঞ্জুর করলে
ব্যাংক কর্তৃক আদায়কৃত লভ্যাংশ ৪,০০০ টাকার জন্য আমানতকারীর বহিতে নিচের কোন হিসাবটি ডেবিট হবে?
পাস বই এবং নগদান বইয়ের উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণ-
i. ইস্যুকৃত চেক উপস্থাপন না করা
ii. আদায়ের জন্য জমাকৃত চেক আদায় না হওয়া
iii. ধারে পণ্য ক্রয় লিপিবদ্ধ না হওয়া
ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ৮৯০ টাকা নগদান বইতে দুইবার ডেবিট করা হয়েছে। নগদান বইতে কত টাকা বেশি দেখানো হয়েছে?
ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যাত হলে এবং নগদান হিসাবে লেখা না হলে ব্যবসায়ের কী হবে?