কোন ধরনের শেয়ারহোল্ডার নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় না?
কোম্পানির সঞ্চিত তহবিলের অর্থকে শেয়ার মূলধনে রূপান্তর করে যে শেয়ার বিলি করা হয়, তাকে কী বলে?
কোম্পানির শেয়ার অবহারের পরিমাণ কত?
কোম্পানি শেয়ার আবেদন হতে মোট কত টাকা পেয়েছে?
শেয়ার অধিহার বাবদ কত টাকা আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে?
যদি ইস্যু অপেক্ষা ৫০,০০০ শেয়ার আবেদন কম পাওয়া যায় তবে আদায়কৃত শেয়ার মূলধন কত হবে?
শেয়ার অধিহারের পরিমাণ কত টাকা?
শেয়ার আবেদনের কত টাকা ফেরত দেওয়া হলো?
কোম্পানির আদায়কৃত মূলধনের পরিমাণ কত?
লভ্যাংশ হিসাবে নগদ টাকার পরিবর্তে কোন শেয়ার প্রদান করা হয়?
বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে বিলি করা হয়-i.সাধারণ শেয়ার ii. বোনাস শেয়ারiii. রাইট শেয়ারনিচের কোনটি সঠিক?
রাইট বা অধিকার ইস্যু কাদের মধ্যে বণ্টন করা হয়?
অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য হলো-i. শেয়ারহোল্ডারদের ভোটাধিকার ভোগ ii. শেয়ারহোল্ডারদের নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগiii. শেয়ারহোল্ডারদের শেয়ার মূল্য ফেরত প্রাপ্তিতে অগ্রাধিকার ভোগনিচের কোনটি সঠিক?
বোনাস শেয়ার ইস্যুর ফলে কোম্পানিতে কী প্রভাব পড়ে? i. নগদ উদ্বৃত্ত হ্রাস পায়ii. মোট শেয়ারসংখ্যা বৃদ্ধি পায়iii. নগদ উদ্বৃত্ত অপরিবর্তিত থাকেনিচের কোনটি সঠিক?
অগ্রাধিকারযুক্ত শেয়ারহোল্ডাররা অগ্রাধিকার পায়-i. লভ্যাংশ প্রাপ্তিতেii. মূলধন প্রত্যর্পণেiii. পরিচালক নির্বাচনেনিচের কোনটি সঠিক?
কোন ধরনের শেয়ারের মূল্য নির্দিষ্ট সময় শেষে ফেরতযোগ্য?
সরকারি কোম্পানিতে মালিকানার কমপক্ষে কতভাগ সরকারের কাছে থাকে?
কোম্পানি আইন অনুযায়ী অবহারের সর্বোচ্চ হার কত?
আলফা কোম্পানি ১০% অবহারে শেয়ার ইস্যু করে ৩,৬০,০০০ টাকা পেল। কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ কত?