ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হলে-
i. নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকে
ii. নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত কম থাকে
iii. ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকে
নিচের কোনটি সঠিক?
মূলধনের অসমমূল্যের অংশকে কী বলা হয়?
সমন্বিত ক্রয়ের পরিমাণ কত হবে?
কামাল ও লোটাস কারবারের মুনাফা ২: ১ অনুপাতে বণ্টন করে থাকে। বছর শেষে তাদের মূলধনের জের যথাক্রমে ১,০০,০০০ ও ১,৮০,০০০ টাকা। বছর শেষে কারবারের নিট লাভ ২৪,০০০ টাকা। কামাল ও লোটাস এর প্রারম্ভিক মূলধন কত টাকা?
ধারে বিক্রয়ের সংশোধনী জাবেদা কী হবে?
কোম্পানির মূলধনের ক্ষুদ্র ও সমান অংশকে কী বলে?