ফ্রিজ ক্রয় কোন জাতীয় ব্যয়?
মিস বন্যা আই.ডি.বি থেকে ৪০,০০০ টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করেন এবং ২০,০০০ টাকা দিয়ে একটি প্রিন্টার ক্রয় করেন। তার পরিবহন বাবদ খরচ হয় ৫০০ টাকা। তার মূলধনজাতীয় ব্যয় কত?
মি. মুকুল একটি অকেজো ফটোকপি মেশিন ক্রয় করলেন। এটি কার্যোপযোগী করার জন্য তিনি এতে নতুন কালির কার্টিস সংযোজন করেন। এটি কোন ধরনের লেনদেন?
যে সকল প্রাপ্তি নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায় সেগুলোকে কী জাতীয় লেনদেন বলে?
শিক্ষানবিশ সেলামি পাওয়া গেছে ৬,০০০ টাকা (১৫ মাসের জন্য)। এখানে মুনাফাজাতীয় আয় কত?
কোনটি মুনাফাজাতীয় আয়?
মুনাফাজাতীয় প্রাপ্তির যে অংশ বর্তমান হিসাব বছরসংক্রান্ত তাকে বলা হয়--
কোনটি মুনাফাজাতীয় আয় নয়?
আসবাবপত্র ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের আসবাবপত্র বিক্রয়লব্ধ অর্থ-
কোনটি মুনাফাজাতীয় প্রাপ্তি?
কোন জাতীয় ঋণের সুদ মুনাফাজাতীয় আয় হিসেবে গণ্য হয়?
প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন-
মোট প্রাপ্ত কমিশনের ৪৫০.০০ টাকার মধ্যে ৫০.০০ টাকা অগ্রিম হিসাব বছরের হলে চলতি হিসাব বছরে মুনাফাজাতীয় আয় কত হবে?
ঢাকা 'ল' চেম্বারের মুনাফাজাতীয় প্রাপ্তির বর্তমান অংশটুকুকে কী নামে অভিহিত করা হয়?
ঢাকা 'ল' চেম্বারের এ বছরের মুনাফাজাতীয় আয় কত?
ঢাকা 'ল' চেম্বারের এ বছরে মুনাফাজাতীয় প্রাপ্তির পরিমাণ কত?
রুশদী এন্টারপ্রাইজের গৃহীত এ অর্থ দিয়ে ব্যবসায়ের কোন ধরনের ব্যয় মেটানো যুক্তিযুক্ত?
চলতি বছর বিনিয়োগের সুদ বাবদ ৫,০০০ টাকা পাওয়া গিয়েছে, তবে আরও ৫০০ টাকা পাওনা হয়েছে। এ খাতে এ বছরের মুনাফাজাতীয় আয় হবে--
মিসেস লাবনী ২০১৭ সালে ভাড়া বাবদ ৫০,০০০ টাকা পেল, কিন্তু এর মধ্যে ৫,০০০ টাকা পূর্ববর্তী বছরের এবং ২০,০০০ টাকা পরবর্তী বছরে পেল। এক্ষেত্রে তার মুনাফাজাতীয় আয় কত টাকা?
প্রাপ্ত কমিশন হলো-