মিস বন্যা আই.ডি.বি থেকে ৪০,০০০ টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করেন এবং ২০,০০০ টাকা দিয়ে একটি প্রিন্টার ক্রয় করেন। তার পরিবহন বাবদ খরচ হয় ৫০০ টাকা। তার মূলধনজাতীয় ব্যয় কত?
কারবারের নিট লাভ-ক্ষতি নির্ণয় করা অত্যন্ত জরুরি কেন?
ব্যবসায়ের লাভ-লোকসান জানতে কিসের প্রয়োজন?
মুনাফাজাতীয় প্রদানে ঘটে থাকে-i. চলতি হিসাবকালের সংশ্লিষ্ট হিসাবii. বিগত হিসাবকালের সংশ্লিষ্ট হিসাবiii. পরবর্তী হিসাবকালের সংশ্লিষ্ট হিসাবনিচের কোনটি সঠিক?
যদি মূলধনজাতীয় ব্যয়কে মুনাফাজাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় তবে কোনটি নির্ণয় ভুল হবে?
সাজ্জাদ সাহেব ব্যবসায়ের প্রয়োজনে গ্রহণকৃত ঋণের সুদ আর্থিক অবহার বিবরণীতে লিপিবদ্ধ করেছেন। এর ফলে-i. প্রকৃত লাভ-ক্ষতির পরিমাণ জানা যাবে নাii. প্রকৃত সম্পদের পরিমাণ জানা যাবে নাiii. প্রকৃত দায়ের পরিমাণ জানা যাবে নানিচের কোনটি সঠিক?