সাজ্জাদ সাহেব ব্যবসায়ের প্রয়োজনে গ্রহণকৃত ঋণের সুদ আর্থিক অবহার বিবরণীতে লিপিবদ্ধ করেছেন। এর ফলে-i. প্রকৃত লাভ-ক্ষতির পরিমাণ জানা যাবে নাii. প্রকৃত সম্পদের পরিমাণ জানা যাবে নাiii. প্রকৃত দায়ের পরিমাণ জানা যাবে নানিচের কোনটি সঠিক?
নতুন মেশিনের ক্রয়ের আমদানি শুল্ক-
ব্যবসায়ের সম্পত্তি আনয়নের জাহাজ ভাড়া কোন ধরনের লেনদেন?
প্রাঙ্গণ উন্নয়ন কোন জাতীয় ব্যয় ?
ফ্রিজ ক্রয় কোন জাতীয় ব্যয়?
মিস বন্যা আই.ডি.বি থেকে ৪০,০০০ টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করেন এবং ২০,০০০ টাকা দিয়ে একটি প্রিন্টার ক্রয় করেন। তার পরিবহন বাবদ খরচ হয় ৫০০ টাকা। তার মূলধনজাতীয় ব্যয় কত?