কারবারের নিট লাভ-ক্ষতি নির্ণয় করা অত্যন্ত জরুরি কেন?
মিস বন্যা আই.ডি.বি থেকে ৪০,০০০ টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করেন এবং ২০,০০০ টাকা দিয়ে একটি প্রিন্টার ক্রয় করেন। তার পরিবহন বাবদ খরচ হয় ৫০০ টাকা। তার মূলধনজাতীয় ব্যয় কত?
মি. মুকুল একটি অকেজো ফটোকপি মেশিন ক্রয় করলেন। এটি কার্যোপযোগী করার জন্য তিনি এতে নতুন কালির কার্টিস সংযোজন করেন। এটি কোন ধরনের লেনদেন?
যে সকল প্রাপ্তি নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায় সেগুলোকে কী জাতীয় লেনদেন বলে?
শিক্ষানবিশ সেলামি পাওয়া গেছে ৬,০০০ টাকা (১৫ মাসের জন্য)। এখানে মুনাফাজাতীয় আয় কত?
কোনটি মুনাফাজাতীয় আয়?