আব্দুল জব্বার তার ব্যবসায়ে ব্যবহৃত একটি টেবিল ৫০০ টাকায় মেরামত করেন। টেবিলটির মেরামত ব্যয় কোন জাতীয় লেনদেন?
বিনিয়োগের সুদ বাবদ বর্তমান বছরে ৩৬০ টাকা গেল। কিন্তু এর মধ্যে ৬০ টাকা আগামী বছরসংক্রান্ত। এক্ষেত্রে মুনাফাজাতীয় আয় কত?
মাসুদ সাহেব ১০,০০,০০০ টাকা মূলধন নিয়ে একটি মনিহারি দ্রব্যের ব্যবসায় আরম্ভ করেন। প্রথম মাসে দোকান ভাড়া বাবদ মালিককে ৬,০০০ টাকা প্রদান করেন। মাসুদ সাহেব দোকান ভাড়া প্রদানের মাধ্যমে কোন জাতীয় লেনদেন শুরু করলেন?
সংশ্লিষ্ট পক্ষকে ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে অবগত করতে কয়টি বিবরণী প্রস্তুত করা হয়?
সুবল এন্টারপ্রাইজ এর পরিচালক পর্ষদ ব্যবসায়ের সঠিক লাভ-ক্ষতি জানার জন্যে একজন হিসাব বিশেষজ্ঞকে নিয়োগ প্রদান করে। দায়িত্বপ্রাপ্ত হিসাবরক্ষক পরিচালকগণের নিকট প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি উপস্থাপনে কোন বিবরণীটি প্রস্তুত করবেন?
মূলধনজাতীয় আয়গুলোকে আর্থিক বিবরণীতে কীভাবে দেখানো হয়?
ব্যবসায়ের প্রতি মালিকের পাওনার পরিমাণ জানতে কোন বিবরণী প্রয়োজন?
মি. সজীব তার কারবারের মোট সম্পদ ও দায়ের পরিমাণ জানতে চায়। তিনি কোন বিবরণী থেকে এগুলো জানতে পারবে?
আর্থিক অবস্থার বিবরণী পূর্বে কী নামে পরিচিত ছিল?
লেনদেনের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানতে প্রয়োজন হয়-i. বিশদ আয় বিবরণীরii. মালিকানাস্বত্ব বিবরণীরiii. আর্থিক অবস্থার বিবরণীর
কোনটি সঠিক ?
'Statement of Comprehensive Income' হলো একটি- i. বিশদ আয় বিবরণীii. মালিকানাস্বত্ব বিবরণীiii. পূর্বের ক্রয়-বিক্রয় ও লাভ-ক্ষতি হিসাবের সংমিশ্রণ
নিচের কোনটি সঠিক?
Statement of comprehensive income-এর অর্থ কী?
Statement of financial Position বলতে বোঝায়-i. বর্তমান বছরের আয় বিবরণীii. পূর্বের উদ্বর্তপত্রiii. বর্তমান আর্থিক অবস্থার বিবরণী
চাঁদনি তার প্রতিষ্ঠানের হিসাব করার সময় মুনাফা ও মূলধনজাতীয় লেনদেনগুলোকে আলাদা করেন। কারণ-i. এতে সঠিকভাবে লাভক্ষতি নিরূপণ করা যায়ii. প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য ফুটে ওঠেiii. সহজেই যেকোনো লেনদেন খুঁজে পাওয়া যায়নিচের কোনটি সঠিক?
কোনটি মালিকের পাওনা?
মিসেস রুনার মুনাফাজাতীয় আয় কত?
আর্থিক বিবরণীতে মূলধনজাতীয় ব্যয়কে দেখানো হয়-
যন্ত্রপাতির মেরামত ব্যয়কে মূলধনজাতীয় ব্যয় হিসাবে দেখানো হলে আর্থিক বিবরণীতে এর প্রভাব হবে-i. সম্পদ বেশি, ব্যয় কমii. সম্পদ কম, ব্যয় বেশিiii. মালিকানাস্বত্ব বেশি, সম্পদ বেশি
কোন ধরনের ব্যয়কে আর্থিক বিবরণীতে সম্পত্তি হিসাবে দেখানো হয়?
কেন মূলধন ও মুনাফার পার্থক্য করা একান্ত প্রয়োজন?i. প্রতিষ্ঠানের সঠিক লাভ-ক্ষতি নিরূপণের জন্যii. প্রতিষ্ঠানের সম্পদ ও দায় সম্পর্কিত প্রকৃত তথ্য জানার জন্যiii. শিক্ষার্থীদের অনুধাবনের জন্যনিচের কোনটি সঠিক?