অস্টিওপোরোসিস সাধারণত কাদের হয়?
৫০ বছরের বেশি বয়স্ক পুরুষ ও মহিলাদের দৈনিক কত মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন?
অস্থি ভঙ্গুর ও পুরুত্ব কমে যাওয়া কোন রোগের লক্ষণ?
অস্টিওপোরোসিস ও গেঁটেবাত প্রতিরোধে করণীয় কী?
অস্থিসন্ধিতে প্রদাহ প্রতিকারের উপায় কোনটি?
আর্থাইটিস কী?
আর্থাইটিস প্রতিরোধ করে কোনটি?
আথ্রাইটিস প্রতিকারের জন্য কোনটি করতে হবে?
কম বয়সী ছেলেমেয়েদের গিঁটে ব্যথা হওয়ার কারণ কোনটি?
নিচের কোনটি আর্থ্রাইটিস রোগের লক্ষণ?
অন্তঃকঙ্কালের অন্তর্ভুক্ত-i. নখii. রক্তiii. হূৎপিণ্ড
নিচের কোনটি সঠিক?
অস্থির বৈশিষ্ট্য হচ্ছে-
i. দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা
ii. মাতৃকার মধ্যে অস্থিগুলো ছড়ানো থাকে না
iii. অস্থির মাতৃকা শক্ত ও ভঙ্গুর
তরুণাস্থির—
i. মাতৃকা কল্পিন দ্বারা গঠিতii. কোষকে অস্টিওব্লাস্ট বলেiii. আবরণীকে পেরিকন্ড্রিয়াম বলে
তরুণাস্থি থাকে-i. অস্থির সংযোগস্থলেii. কানের পিনায়iii. করোটিতে
হাতের কনুই-এর অস্থিসন্ধি হলো—i. পূর্ণ সচল অস্থিসন্ধিii. বল ও কোটর সন্ধিiii. কেবল একদিনে নাড়ানো যায়
লিগামেন্ট টিস্যু হচ্ছে-
i. হাড়ের সাথে পেশি যুক্ত থাকে
ii. হাড়ের সাথে হাড় সংযুক্ত করে
iii. পীত বর্ণের
টেনডনের কাজ-i. দেহ কাঠামো গঠনii. দৃঢ়তা প্রদানiii. অস্থিবন্ধনী গঠনে সাহায্য করে
লিগামেন্ট হচ্ছে-
i. অস্থির সাথে পেশিযুক্ত থাকেii. পীত বর্ণেরiii. স্থিতিস্থাপক
অস্টিওপোরোসিস এর জন্য প্রযোজ্য-
i. ক্যালসিয়াম স্বল্পতা
ii. বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়
iii. পিঠে ব্যথা হয়
অস্টিওপোরোসিস প্রতিরোধের উপায় হচ্ছে—
i. পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করা
ii. ক্যালসিয়াম জাতীয় খাদ্য খাওয়া
iii. রাফেজযুক্ত খাবার খাওয়া