অস্টিওপোরোসিস এর লক্ষণসমূহ—
i. অস্থিসন্ধি ফুলে যায়ii. অস্থিতে ব্যথা অনুভূত হয়iii. পেশির শক্তি কমতে থাকে
নিচের কোনটি সঠিক?
অন্তঃকঙ্কালের অন্তর্ভুক্ত অঙ্গাণুর নাম কী ?
কোন ধরনের কাঠামো ছাড়া দেহের স্থিতিশীল আকার সম্ভব নয়?
দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা কোনটি?
অস্থির মাতৃকার প্রকৃতি কেমন?
অদ্ধি বৃদ্ধিতে কোন ভিটামিন প্রয়োজন?
কঞ্জিন এর বর্ণ কীরূপ?
কোনটির উপস্থিতিতে তরুণাস্থি সাদা, নীলাভ ও চকচকে হয়?
তরুণাস্থির আবরণ হলো-
হাতের আঙ্গুল দৃশ্যমান অস্থিসন্ধি হলো-
কোনটি পূর্ণ সচল অস্থি সন্ধির অন্তর্ভুক্ত?
মানুষের চলনে কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
অস্থিসমূহ পরস্পরের সাথে কোনটির মাধ্যমে যুক্ত থাকে?
পেরিটেন্ডিয়াম কোন টিস্যু দ্বারা বেষ্টিত?
পেরিটেন্ডিয়াম আঁটিগুলোর মধ্যবর্তী স্থানে কোন কোষ দেখতে পাওয়া যায়?
অ্যারিওলার টিস্যুর দৈর্ঘ্য বরাবর টেনডনের মধ্যে কী প্রবেশ করে?
অস্থির খনিজ পদার্থের ঘনত্বমাপক যন্ত্রের সাহায্যে নির্ণয় করা যায় কোনটি?
অস্থির সঞ্চায়িত খনিজ লবণগুলো হলো-i. ক্যালশিয়াম
ii. পটাসিয়াম
iii. ফসফরাস
টেনডনের মধ্যে প্রবেশকারী অঙ্গগুলো হলো-i. রক্তনালিii. লসিকানালিiii. স্নায়ু
অস্টিওপোরোসিস--i. ক্যালসিয়ামের অভাবজনিত রোগii. অনেকদিন ধরে গেঁটে বাতে ভুগলে হয়iii. অস্থির পুরুত্ব কমে যায়