গর্ভস্থ শিশুর বৃদ্ধি নির্ভর করে কীসের ওপর?
কোনটি ভ্রূণের গঠনে অস্বাভাবিকতা আনতে পারে?
গর্ভাবস্থায় দৈনিক কত মিলিগ্রাম ভিটামিন 'সি' গ্রহণ করা আবশ্যক?
প্রসবকালে জটিলতা সৃষ্টির কারণ মায়ের। -i. রক্তশূন্যতাii. পরিণত বয়সiii. অনিয়মিত খাদ্য গ্রহণনিচের কোনটি সঠিক?
মায়ের স্বাস্থ্য পরীক্ষার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে-i. ওজনii. সংক্রামক রোগiii. ঝুঁকিপূর্ণ অবস্থা শনাক্তকরণনিচের কোনটি সঠিক?
গর্ভাবস্থায় ভ্রূণের দেহ গঠনের জন্য কত মাইক্রোগ্রাম ফলিক এসিড খাওয়া আবশ্যক?
কোনটি শিশুর জীবনচক্রের ভিত্তিকাল?
Balanced diet বলতে কী ধরনের খাদ্য বোঝায়?
গর্ভস্থ ভ্রূণ শিশুর পুষ্টি কীসের ওপর নির্ভর করে?
গর্ভধারণের তিন মাস পর থেকে অতিরিক্ত কত কিলোক্যালরি খাদ্য গ্রহণ করা আবশ্যক?
গর্ভাবস্থায় ভিটামিন 'ডি' এর প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় কেন?
গর্ভকালীন সময়ে বৃদ্ধি লাভ করে - i. শিশুর দৈহিক বিকাশii. শিশুর মস্তিষ্কের বিকাশiii. শিশুর মানসিক বিকাশনিচের কোনটি সঠিক?
গর্ভাবস্থায় ৭ম মাসে উর্মির প্রস্রাবে এবং রক্তে গ্লুকোজের উপস্থিতি স্বাভাবিকের চেয়ে বেশি দেখা যায়। উর্মির মধ্যে কোন উপসর্গ দেখা দিয়েছে?
ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়ের বৈশিষ্ট্যসমূহ হলো-i. লম্বা মহিলাii. গর্ভাবস্থায় ৭ কেজির কম ওজন বৃদ্ধিiii. গর্ভবতীর বয়স ১৫ বছরের কমনিচের কোনটি সঠিক?
বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স কত বছর?
গর্ভস্থ শিশুর দেহের গঠন, রক্ষণাবেক্ষণ ও সুস্থতার জন্য কোনটি প্রয়োজন?
গর্ভাবস্থায় পরিশ্রমের প্রয়োজন- i. ভ্রূণের অবস্থান ঠিক রাখার জন্যii. রক্ত চলাচল ও কোষ্ঠ নিয়মিত রাখার জন্যiii. অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্ষমতা সুষ্ঠু রাখার জন্যনিচের কোনটি সঠিক?
গর্ভাবস্থায় একলামসিয়া হলে কোনটি দেখা দেয়?
গর্ভবতী মায়ের রক্তস্বল্পতার সম্ভাবনা থাকে নাড়ির গতি প্রতি মিনিটে কত এর বেশি হলে?
গর্ভধারণ মূহূর্ত থেকে প্রসবকালীন ও প্রসব পরবর্তী কমপক্ষে কত দিন পর্যন্ত মা ও শিশুর বিশেষ যত্ন প্রয়োজন?