কোষের বাইরে শতকরা কত ভাগ পানি থাকে?
রক্তে শতকরা কত ভাগ পানি থাকে?
দেহের দুই কোষের মধ্যবর্তী স্থানে শতকরা কত ভাগ পানি রয়েছে?
প্রাপ্ত বয়সে দৈনিক কত লিটার বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন?
খাবার থেকে দৈনিক প্রায় কত লিটার পানি শরীরে প্রবেশ করে?
মূত্র হিসেবে দৈনিক প্রায় কত লিটার পানি শরীর থেকে বের হয়ে যায়?
অয়ন জ্বরে আক্রান্ত হয়েছে। সাথে বমি ভাব রয়েছে। তার দেহে এখন কীসের চাহিদা বৃদ্ধি পাবে?
দৈহিক পরিশ্রম ও খেলাধুলা বেশি করলে কীসের চাহিদা বৃদ্ধি পায়?
পানির কাজ হলো- i. খাদ্য পরিপাকে সহায়তা করেii. রক্তের চাপ রক্ষা করেiii. দূষিত পদার্থ দেহ থেকে বের করেনিচের কোনটি সঠিক?
পানির চাহিদা বৃদ্ধি পায় যেসব কারণে - i. ডায়রিয়া হলেii. অত্যধিক গরমে ঘাম হলেiii. স্তন্যদানকালেনিচের কোনটি সঠিক?
পানির কাজ হলো - i. পরিপাক ও শোষণে সহায়তা করেii. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করেiii. বর্জ্য পদার্থ নিষ্কাশন করেনিচের কোনটি সঠিক?
দেহে পানির অভাব হলে – i. কোষ্ঠকাঠিন্য দেখা দেয়ii. ঠোঁট শুকিয়ে যায়iii. পরিপাকক্রিয়া ব্যাহত হয়নিচের কোনটি সঠিক?
অন্তরাকে পানীয় দেওয়ার উদ্দেশ্য কী?
অন্তরাকে দিতে হবে- i. ফলের রসii. দুধiii. বিশুদ্ধ পানিনিচের কোনটি সঠিক?
উক্ত পানি ব্যবহারের ফলে হতে পারে -i. কলেরাii. ডায়রিয়াiii. আমাশয়নিচের কোনটি সঠিক?
চানাচুর তৈরিতে সয়াবিনের সাথে কী মেশানো হয়?
ফল খাবার পূর্বে কত সময় লবণ মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখতে হবে?
খাদ্য গ্রহণের কত ঘণ্টা পর স্যালমোনেলোসিস রোগের লক্ষণ প্রকাশ পায়?
পেটের পীড়া, কলেরা, ডায়রিয়া প্রভৃতি রোগের জন্য কোন জীবাণু দায়ী?
হেপাটাইটিস এ ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের নাম কী?