ক্যারাটোম্যালেসিয়া কী?
আহনাফের চোখের সাদা অংশে ছোেট চকচকে সাদা দাগ পড়েছে। এই সমস্যাটিকে কী বলে?
অন্ধত্ব নিবারণের জন্য শিশুর বয়স কত মাস পূর্ণ হলে আই.ইউ ক্যাপসুল দিতে হবে?
কোনটি সংশ্লেষণে ভিটামিন এ প্রয়োজন?
ভিটামিন এ এর অভাবে যেসব স্থানের আবরক কলার সুস্থতা নষ্ট হয় - i. জরায়ুii. মূত্রাশয়iii. ত্বকনিচের কোনটি সঠিক?
ভিটামিন এ এর অভাব থেকে মুক্ত থাকতে হলে - i. গর্ভাবস্থায় ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবেii. শাকসবজির উৎপাদন বাড়াতে হবেiii. মেনুতে দামি খাবার রাখতে হবেনিচের কোনটি সঠিক?
ভিটামিন এ ক্যারোটিনরূপে থাকে- i. হলুদ রঙের শাকসবজিতেii. দুধেiii. হলুদ রঙের ফলেনিচের কোনটি সঠিক?
শিক্ষক আনিকাদের ক্লাসে ভিটামিন 'এ' এর অভাবজনিত অবস্থা সম্পর্কে আলোচনা করলেন। এ অবস্থাগুলো হলো- i. চোখের উজ্জ্বলতা নষ্ট হয়ii. অল্প আলোতে দেখার ক্ষমতা নষ্ট হয়iii. রিকেট রোগ দেখা দেয়নিচের কোনটি সঠিক?
কনজাংটিভাল জেরোসিস হলো- i. চোখে পর্যাপ্ত পানি থাকাii. কনজাংটিভা শুষ্ক হওয়াiii. কনজাংটিভার উজ্জ্বলতা নষ্ট হওয়ানিচের কোনটি সঠিক?
ক্যারাটোম্যালেসিয়ার ফলে - i. কর্নিয়া নিস্তেজ হয়ে পড়েii. কনজাংটিভা ফেটে যায়iii. রোগী অন্ধ হয়ে যায়নিচের কোনটি সঠিক?
উচ্চ রক্তচাপের রোগীদের ননী তোলা দুধ কত গ্রাম খাওয়া যাবে?
উচ্চ রক্তচাপের কারণ-
i. দুশ্চিন্তা
ii. ওজনাধিক্য
iii. ধুমপান
নিচের কোনটি সঠিক?
উচ্চ রক্তচাপের লক্ষণ -
i. মাথা ব্যথা
ii. বুকে ব্যথা
iii. ঘন ঘন প্রসাব
উচ্চ রক্তচাপ হলে পরিহার করতে হবে -
i. বেশি মসলাযুক্ত খাবার
ii. উত্তেজক পানীয়
iii. প্রোটিন জাতীয় খাদ্য
উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিকে পরিহার করতে হবে-
i. পনির
ii. আচার
iii. বেকিং পাউডার
উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা ভিটামিন ও খনিজ লবণের জন্য গ্রহণ করবেন -
i. শাকসবজি
ii. ফলমূল
iii. চর্বিযুক্ত খাবার
হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে কত বছরের পর থেকে?
রক্ত চলাচলের অপ্রতুলতা কোন রোগের অন্যতম কারণ?
ধমনীর গায়ে চর্বি ও অন্যান্য স্নেহ পদার্থ জমে ধমনী সরু হয়ে যাওয়াকে কী বলে?
ধমনীর গায়ে চর্বি ও অন্যান্য স্নেহ পদার্থ জমে ধমনী সরু হয়ে যায় কোন রোগে?