কোন ভিটামিন রক্তের লোহিত কণাকে জারণের হাত থেকে রক্ষা করে?
গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে কোনটি?
অকাল বার্ধক্য রোধ করে কোন ভিটামিন?
ভিটামিন এ ও ক্যারোটিনকে জারণের হাত থেকে রক্ষা করে কোন ভিটামিন?
কোনটি চর্বিতে দ্রবণীয়?
ভিটামিন কে এর প্রাথমিক কাজ কোনটি?
ভিটামিন ই - i. তাপে নষ্ট হয় নাii. ক্ষারে নষ্ট হয়iii. অম্লে নষ্ট হয় নানিচের কোনটি সঠিক?
মানবদেহে ভিটামিন ই এর অভাবজনিত অবস্থা হলো- i. অকাল বার্ধক্যii. বন্ধ্যাত্বiii. বেরিবেরিনিচের কোনটি সঠিক?
ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস হলো- i. গমের ভ্রূণের তেলii. সবুজ শাকiii. যকৃতনিচের কোনটি সঠিক?
ভিটামিন 'ই' এর অভাবে -i. ভূণের বৃদ্ধি ব্যাহত হয়ii. রক্তকণিকার ভঙ্গুরতা বৃদ্ধি পায়iii. ক্ষুধামন্দা দেখা দেয়নিচের কোনটি সঠিক?
ভিটামিন কে- i. হরিদ্রাভii. আর্দ্রতা সহনশীল iii. তাপ সহনশীলনিচের কোনটি সঠিক?
ভিটামিন 'কে' - i. পিত্তের স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণ করেii. যকৃতের স্বাভাবিক কার্যকলাপ রক্ষা করেiii. প্রোথ্রম্বিন তৈরি করেনিচের কোনটি সঠিক?
কোন ভিটামিন একক ভিটামিন নয়?
ভিটামিন বি কতটি ভিটামিনের একত্রিত সমাবেশ?
১৫টি ভিটামিন 'বি' একত্রে কী নামে পরিচিত?
দেহকাষে শর্করার বিপাকে কোনটি গুরুত্বপূর্ণ?
থায়ামিন কোন কো-এনজাইম তৈরিতে প্রয়োজন?
জুবায়ের বেরিবেরি রোগে আক্রান্ত। কোন ভিটামিনের অভাবে তার এ রোগ হয়েছে?
ভিটামিন বি১ এর অন্য নাম কী?
সরল ও যৌগিক স্নেহ থেকে উৎপন্ন হয় কোন স্নেহ পদার্থ?