লাবিবার মেয়ের বয়স ৭ মাস। সে কখনো কখনো চমকে ওঠে, পা উপরে উঠায় ও হাত বুকের কাছে টেনে নেয়, এটিকে কী বলে?
Babinski reflex কতমাস পর্যন্ত স্থায়ী হয়?
Grasp reflex কী?
যদি শিশুর ক্রমবৃদ্ধির রেখা চার্টের রেখার সমান্তরালে চলে তবে কী বোঝা যাবে?
শিশুর স্বাভাবিক বৃদ্ধি বা বিকাশকে কত ভাগে ভাগ করা হয়?
শিশুর অন্তর্নিহিত শক্তি ও সুপ্ত সম্ভাবনা যখন পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে বিকশিত হতে থাকে তখন তাকে কী বলা হয়?
শিশুর বর্ধনজনিত পরিবর্তন কোনটি?
মানবজীবনে বর্ধনের পরিসমাপ্তি ঘটে কখন?
বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন, এটি কীভাবে প্রকাশ পায়?
কোন বিকাশটি পরিমাপ করা যায়?
বর্ধনের ইংরেজি রূপ কোনটি?
একটি নবজাতক শিশুর মাথার আকৃতির আয়তন তার শরীরের তুলনায় কত ভাগ হতে পারে?
শিশুর শৈশবকালীন সহজাত প্রতিক্রিয়াগুলোর ধরন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকে কোন গ্রন্থির পরিবর্তনের কারণে?
মানবজীবনে বিকাশ কতদিন পর্যন্ত হয়?
মানবজীবনের কোন সময়ে ছেলেদের পুরুষের মতো ও মেয়েদের নারীদের মতো লক্ষণ প্রকাশ পায়?
বর্ধন হচ্ছে দৈহিক কাঠামোগত পরিবর্তন, যা- i. আচরণের মাধ্যমে প্রকাশ পায়ii. দৃশ্যমান হয়iii. পরিমাপ করা যায়নিচের কোনটি সঠিক?
বর্ধন দ্রুত গতিতে হয় - i. মাতৃগর্ভেii. অতি শৈশবেiii. বয়ঃসন্ধিকালেনিচের কোনটি সঠিক?
বর্ধন ধীর গতিতে হয় -i. নবজাতককালেii. শৈশবকালেiii. তরুণ বয়সেনিচের কোনটি সঠিক?
ওয়াসিরের বয়স ৩ বছর। তার দৈহিক বিকাশের ফলে সে- i. হাত দিয়ে কোনো কিছু ধরতে পারেii. পা দিয়ে হাঁটার ক্ষমতা অর্জন করেiii. ওজন ও উচ্চতায় বাড়তে থাকেনিচের কোনটি সঠিক?
শিশুর মধ্যে গুণগত পরিবর্তন ঘটায় -i. উচ্চতাii. পরিপক্বতাiii. শিক্ষণনিচের কোনটি সঠিক?