তালহার উপরের ঠোঁটে ফাঁকা রয়েছে। ফলে তার সমস্যা হবে-
i. খাদ্য গ্রহণে
ii. কথা বলতে
iii. শ্বাস গ্রহণে
নিচের কোনটি সঠিক?
বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা
i. নির্দেশনা সহজে বোঝে না
ii. শিক্ষণ সহজে গ্রহণ করতে পারে না
iii. বিকাশগত দিক থেকে পিছিয়ে থাকে
ডাউন সিন্ড্রোমের ক্ষেত্রে শিশুর
i. হাত, পা, ঘাড় খাটো হয়
ii. বুদ্ধি স্বাভাবিক মাত্রার হয়
iii. হাঁটতে বসতে দেরি হয়
শিশুর প্রতিবন্ধিতা প্রতিরোধে কোন সময়ের পুষ্টি বেশি গুরুত্বপূর্ণ?
প্রতিবন্ধিতা প্রতিরোধে গর্ভবতী মাকে কী ধরনের খাবার গ্রহণ করতে হবে?
গর্ভাবস্থায় পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাবে শিশু কেমন হয়?
গর্ভকালীন সময়ে কোনটি শিশুর মানসিক ও শ্রবণ প্রতিবন্ধিতা, প্রতিরোধ করে?
কোন ভিটামিন সমৃদ্ধ খাবারের অভাবে শিশুদের দৃষ্টি প্রতিবন্ধিতা দেখা দেয়?
টিটি টিকা নেয়া হয় কোন রোগ থেকে রক্ষার জন্য ?
কোনটি হলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বিলম্বিত হয়?
যেসব বৈশিষ্ট্য দেখে দৃষ্টি প্রতিবন্ধিতা শনাক্ত করা যাবে
i. চোখ থেকে তরল পদার্থ বের হওয়া
ii. ঘন ঘন চোখ রগড়ানো
iii. বর্ণ চিনতে ভুল করা
বুদ্ধি প্রতিবন্ধিতা প্রতিরোধ করা যায়
i. বেশি বয়সে সন্তান ধারণ করে
ii. গর্ভাবস্থায় আয়োডিনযুক্ত লবণ গ্রহণ করে
iii. গর্ভাবস্থায় মাকে পুষ্টিকর খাবার খেতে দিয়ে
শ্রবণ প্রতিবন্ধিতা শনাক্তকরণের উপায় হলো-
i. এক প্রশ্নের অন্য উত্তর দেওয়া
ii. উচ্চারণের অস্পষ্টতা
iii. কানের গঠনগত ত্রুটি
গর্ভাবস্থায় মায়ের কোন রোগটি শিশুকে ক্ষতিগ্রস্ত করে?
গর্ভস্থ শিশুর অক্সিজেনের অভাব ঘটে কখন?
নবজাতকের রক্তে কোনটি অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেলে মস্তিষ্কের কোষের ক্ষতি হয়?
নবজাতকের রক্তে বিলিরুবিনের মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে কোন ধরনের প্রতিবন্ধিতা লক্ষ করা যায়?
মায়ের ৩৫ বছরের পর প্রথম সন্তানের জন্ম দিলে সে শিশু কেমন হওয়ার সম্ভাবনা বেশি থাকে ?
বেশির ভাগ শারীরিক প্রতিবন্ধিতা কখন বোঝা যায়?
শিশুর পা পিছনের দিকে বাঁকানো থাকলে কী বলা হয়?