হাড় ফেটে বা ভেঙে গেলে করণীয় –
i. ফেটে বা ভেঙে যাওয়া অংশ বাঁশের চটার ওপর রাখা
ii. হাল্কাভাবে কাপড় দিয়ে জড়িয়ে রাখা
iii. হাড় সোজা করার চেষ্টা করা
নিচের কোনটি সঠিক?
পানিতে ডোবা ব্যক্তিকে টেনে আনতে হবে -
i. বড় বাঁশ দিয়ে
ii. গাছের ডাল দিয়ে
iii. গামছা দিয়ে
বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণগুলো হলো -
i. ছেঁড়া তারে বিদ্যুৎ প্রবাহ থাকা
ii. রাবারের দস্তানা পরে বৈদ্যুতিক কাজ করা
iii. গৃহের ভাঙা সুইচে হাত দেওয়া
তড়িতাহত ব্যক্তির ক্ষেত্রে করণীয় -
i. রাবারের স্যান্ডেল পরে উদ্ধার করা
ii. শুকনা কাঠ বা বাঁশ দিয়ে ধাক্কা দেওয়া
iii. কাঠের ওপর শুইয়ে দেওয়া
অসুস্থ ব্যক্তির শুশ্রূষায় পরিবেশ হতে হবে -
i. কোলাহলপূর্ণ
ii. পরিষ্কার-পরিচ্ছন্ন
iii. আলো-বাতাসপূর্ণ
ধ্রুবকে তনুর ব্যবহৃত রুমাল ধরতে মানা করার কারণ রোগটি -
i. সংক্রামক
ii. বংশগত
iii. বায়ুবাহিত
রোগীর কক্ষের প্রয়োজনীয় সরঞ্জাম হলো –
i. প্রাথমিক চিকিৎসার বাক্স
ii. ক্লিনিক্যাল থার্মোমিটার
iii. বেডপ্যান
সংক্রামক রোগ হলো –
i. হাম
ii. বসন্ত
iii. টাইফয়েড
রোগীর ব্যবহৃত প্রতিদিনের পোশাক ধুতে হয় —
i. সাবান পানি দিয়ে
ii. গরম পানি দিয়ে
iii. ফিনাইল পানি দিয়ে
কোনটি সঠিক?